বিজনেস আওয়ার প্রতিবেদক : চা দোকানে বসে একজন নেতা আরেকজন নেতার বিরুদ্ধে কথা বলবেন সেটা আমাদের জন্য সম্মানের নয়, সেটা আওয়ামী লীগের মর্যাদাকেই ক্ষুণ্ন করে। ছোট ছোট বিষয়ে মতের অমিল থাকলে তা নিজেরা বসে মিটিয়ে ফেলুন। ঘরের বিবাদ ঘরে বসেই মিটিয়ে ফেলুন। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (১৪ নভেম্বর) রাজশাহী জেলার বাগমারা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে দলীয় নেতাকর্মীদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সংগঠনের জন্য সাংগঠনিক ঐক্যের বিকল্প নেই। সংগঠনকে মজবুত জনবহুল তৈরি করতে হলে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একটি রাজনৈতিক দলের প্রাণ হচ্ছে নিবেদিত কর্মী বাহিনী। দলীয় নেতাদের উদ্দেশে বলেছেন, নিজের অবস্থান ভারী করার জন্য নিজের লোক দিয়ে কমিটি করা যাবে না। করা যাবে না কোনো পকেট কমিটি।
তিনি বলেন, দলকে শক্তিশালী করতে হলে নিবেদিত প্রাণ কর্মীদের দিয়ে সংগঠন করতে হবে। চিহ্নত অপরাধী, চিহ্নিত চাঁদাবাজ, চিহ্নিত দখলদার, চিহ্নিত মাদকসেবী, মাদক ব্যবসায়ী, সাম্প্রদায়িক অপশক্তি, নারী নির্যাতনকারী, বিতর্কিত ব্যক্তিদের দলে আনা যাবে না। শুধু তাই না ধর্ষক, ধর্ষণের সাথে সংশ্লিষ্ট এদেরকে শুধু প্রশ্রয়ই আশ্রয়ই বন্ধ নয়-এ সকল অপরাধীদের জন্য আওয়ামী লীগের দরজা চিরতরে বন্ধ করে দিতে হবে।
কাদের বলেন, দলের সভাপতি শেখ হাসিনার নির্দেশ অনতিবিলম্বে সাংগঠিনক কোথাও কোনো কলহ বা দ্বন্ধ থাকলে দূর করতে হবে, দলকে করতে হবে শক্তিশালী। জেলা থেকে উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যায় পর্যন্ত শক্তিশালী সংগঠন গড়ে তোলা হবে জেলা আওয়ামী লীগের প্রধান লক্ষ্য।
বিজনেস আওয়ার/১৪ নভেম্বর, ২০২০/এ