স্পোর্টস ডেস্ক : একের পর এক ফুটবলার করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। এবার এই তালিকায় নাম লেখালেন উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ। ব্রাজিলের বিপক্ষে জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাওয়া এই তারকা ফরোয়ার্ডের সোমবার পরীক্ষা করানো হলে পজিটিভ আসে।
কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ায় উরুগুয়ে ও ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে দুটি ম্যাচ মিস করবেন সুয়ারেস। আগামীকাল তার দেশ লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে লড়বে। আর ২২ নভেম্বর অ্যাতলেটিকো খেলবে বার্সেলোনার বিপক্ষে।
সোমবারের পরীক্ষায় অবশ্য কেবল সুয়ারেজের একারই পরীক্ষার ফলাফল পজিটিভ আসেনি সেই সঙ্গে উরুগুয়ের গোলরক্ষক রদ্রিগো মুনোজ ও দলের এক কর্মকর্তারও পজিটিভ এসেছে। উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে তিনজনই পুরোপুরি সুস্থ আছেন।
করোনা পজিটিভ হওয়ায় সুয়ারেস এখন কোয়ারেন্টিনে থাকবেন। ফলে আগামী শনিবার লা লিগায় পুরোনো ক্লাব বার্সেলোনার বিপক্ষেও সম্ভবত খেলা হচ্ছে না সুয়ারেজের। এ দিন লিওনেল মেসির বার্সাকে আতিথেয়তা দেবে অ্যাটলেটিকো। এমনকি লুকোমোতিভ মস্কোর বিপক্ষেও খেলা হবে না তার।
বিজনেস আওয়ার/১৬ নভেম্বর, ২০২০/এ