বিজনেস আওয়ার প্রতিবেদক : আগের দিনের ন্যায় সপ্তাহের শেষ কার্যদিবসেও (১৯ নভেম্বর) পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন উভয় শেয়ারবাজারের প্রধান সূচক কমেছে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে।
জানা গেছে, ডিএসইতে আজ ৫৮৩ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন ছিল ৫৪৪ কোটি ৯৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৩৮ কোটি ৩৭ লাখ টাকার বা ৭ শতাংশ।
এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯.৭৭ পয়েন্ট কমে ৪ হাজার ৮৭৯.৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া চায়না সূচক সিডিএসইটি ০.৭১ পয়েন্ট কমে দাড়িঁয়েছে ৯৯৯.৩৫ পয়েন্টে। আর ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২.৬০ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ১.১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১২৮.৮৮ পয়েন্ট এবং ১৭০১.৩৪ পয়েন্টে।
ডিএসইতে আজ ৩২৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯৩টির বা ২৮.৪৪ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৬৫টির বা ৫০.৪৬ শতাংশের এবং ৬৯টি বা ২১.১০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৬.৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৯৬৮.৩৭ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৩৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৩টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির দর। আজ সিএসইতে ১৪ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
বিজনেস আওয়ার/১৯ নভেম্বর, ২০২০/এস