ঢাকা , শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ম্যানসিটিকে হারিয়ে শীর্ষে টটেনহাম

  • পোস্ট হয়েছে : ১০:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০
  • 1

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে সিটিজেনদের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে টটেনহাম। পুরো ম্যাচে বল দখলে এগিয়ে থেকেও হেরেছে ম্যানচেস্টার সিটি। আর এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠলো ‘স্পারস’ খ্যাত দলটি।

ম্যাচের শুরুতে এগিয়ে যায় স্পার্সরা। ৫ম মিনিটে ট্যাঙ্গুই এনডোম্বেলের পাস থেকে সিটির জালে বল পাঠিয়ে দেন সন হিয়ুং-মিন। এরপর ম্যাচে ফিরতে জোর প্রচেষ্টা চালায় সিটি। কিন্তু হোসে মরিনহোর কৌশলের সামনে হার মানে পেপ গার্দিওলার শিষ্যরা।

আর ম্যাচের ৬৫তম মিনিটে দ্বিতীয় গোল হজম করে সিটিজেনরা। হ্যারি কেনের পাস থেকে টটেনহামের ব্যবধান দ্বিগুণ করেন জিওভানি লো সেলসো। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি গার্দিওলার দল। এনিয়ে চার বছর পর ম্যানসিটির বিপক্ষে টানা দুই লিগ ম্যাচে জয় দেখেছে টটেনহ্যাম।

এই জয়ে ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি আসরের শীর্ষস্থান দখল করেছে টটেনহাম। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দুই ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে চেলসি ও লেস্টার সিটি। এক ম্যাচ কম খেলে ১৭ পয়েন্ট নিয়ে চারে লিভারপুল। আর ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দশে ম্যানচেস্টার সিটি।

বিজনেস আওয়ার/২২ নভেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ম্যানসিটিকে হারিয়ে শীর্ষে টটেনহাম

পোস্ট হয়েছে : ১০:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে সিটিজেনদের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে টটেনহাম। পুরো ম্যাচে বল দখলে এগিয়ে থেকেও হেরেছে ম্যানচেস্টার সিটি। আর এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠলো ‘স্পারস’ খ্যাত দলটি।

ম্যাচের শুরুতে এগিয়ে যায় স্পার্সরা। ৫ম মিনিটে ট্যাঙ্গুই এনডোম্বেলের পাস থেকে সিটির জালে বল পাঠিয়ে দেন সন হিয়ুং-মিন। এরপর ম্যাচে ফিরতে জোর প্রচেষ্টা চালায় সিটি। কিন্তু হোসে মরিনহোর কৌশলের সামনে হার মানে পেপ গার্দিওলার শিষ্যরা।

আর ম্যাচের ৬৫তম মিনিটে দ্বিতীয় গোল হজম করে সিটিজেনরা। হ্যারি কেনের পাস থেকে টটেনহামের ব্যবধান দ্বিগুণ করেন জিওভানি লো সেলসো। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি গার্দিওলার দল। এনিয়ে চার বছর পর ম্যানসিটির বিপক্ষে টানা দুই লিগ ম্যাচে জয় দেখেছে টটেনহ্যাম।

এই জয়ে ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি আসরের শীর্ষস্থান দখল করেছে টটেনহাম। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দুই ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে চেলসি ও লেস্টার সিটি। এক ম্যাচ কম খেলে ১৭ পয়েন্ট নিয়ে চারে লিভারপুল। আর ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দশে ম্যানচেস্টার সিটি।

বিজনেস আওয়ার/২২ নভেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: