স্পোর্টস ডেস্ক : গত তিন মৌসুমে ঘরের মাঠে কোনও লিগ ম্যাচ হারেনি লিভারপুল। চলতি মৌসুমেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছে ক্লপের শিষ্যরা। এনফিল্ডে একের পর ম্যাচ অপরাজিত থেকেই শেষ করছেন ফিরমিনো-মানেরা। সবশেষ লিস্টার সিটিকে ৩-০ গোলে হারিয়ে গড়েছে নতুন রেকর্ড।
আজ থেকে প্রায় চার দশক আগে ১৯৮১ সালে ঘরের মাঠে টানা ৬৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল লিভারপুল। সেবার তাদের অপরাজেয় যাত্রাটা থেমেছিল লিস্টারের কাছে হেরে। আর এবার লিস্টারকে হারিয়েই ৬৪ ম্যাচ অপরাজিত থাকার নিজেদের রেকর্ড গড়ল দলটি।
রোববার রাতে লিস্টারের বিপক্ষে রেকর্ডগড়া ম্যাচটিতে দুই গোল এসেছে ডিয়েগো জোতা ও রবার্তো ফিরমিনোর কাছ থেকে। এর আগে আত্মঘাতী খাত থেকে উপহার হিসেবে আসে প্রথম গোল। যা ভেঙেছিল লিস্টারের গোলের তালা।
ম্যাচের প্রথম ১৫ মিনিটের মধ্যেই লিভারপুলের তিনটি আক্রমণ রুখে দেন লিস্টার গোলরক্ষক।তবে নিজ দলের খেলোয়াড়কে থামানোর সাধ্য ছিল না তার। কর্ণার থেকে আসা বল হেডে ক্লিয়ার করতে গিয়ে উল্টো নিজেদের জালে জড়ান লিস্টার খেলোয়াড় জনি ইভানস।
একের পর এক আক্রমণেও গোল না পাওয়া লিভারপুলের জন্য এটি ছিল বড় উপহার। পরে প্রথমার্ধ শেষের মিনিট চারেক আগে গোল করেন জোতা এবং দ্বিতীয়ার্ধের চার মিনিট বাকি থাকতে স্কোরশিটে নাম তোলেন ফিরমিনো। দুজনের গোলই ছিল হেড থেকে।
এই জয়ের সুবাদে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানের খুব কাছে পৌঁছে গেছে লিভারপুল। নয় ম্যাচে ছয় জয় ও দুই ড্রয়ে লিভারপুলের পয়েন্ট ২০। ১৮ পয়েন্ট নিয়ে লেস্টার চারে আছে।
বিজনেস আওয়ার/২২ নভেম্বর, ২০২০/এ