বিজনেস আওয়ার প্রতিবেদক : নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ নিয়ে মারা গেছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ম্যানেজার মোঃ করিম উল্লাহ। মঙ্গলবার (০২ জুন) সকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে তিনি মারা যান। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি-না, তা নিশ্চিত হতে হাসপাতাল কর্তৃপক্ষ পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করেছে।
সিএসইর মহাব্যবস্থাপক গোলাম ফারুক করিম উল্লাহর মৃত্যুর বিষয়টি বিজনেস আওয়ারকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোঃ করিম উল্লাহ সিএসইর প্রশাসন বিভাগের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, রবিবার জ্বর ও কাশিতে আক্রান্ত হয়ে তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হন। গতকাল পর্যন্ত তার শারীরিক অবস্থা ছিল স্থিতিশীল। কিন্তু আজ সকালে হঠাৎ তার অবস্থার অবনতি ঘটে। তার ঘণ্টা খানেকের মধ্যে তিনি মারা যান।
বিজনেস আওয়ার/০২ জুন, ২০২০/আরএ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: