স্পোর্টস ডেস্ক : সিরি আ’য় চলছে ক্রিস্টিয়ানো রোনালদো ও জালাতান ইব্রাহিমোভিচের গোলের লড়াই। প্রতি রাউন্ডেই পাচ্ছে ভিন্ন মাত্রা। গত শনিবার জোড়া গোল করে ইব্রাকে ছুঁয়েছিলেন রোনালদো।
পর্তুগিজ সুপারস্টারকে টপকাতে জোড়া গোল করেছেন ইব্রা। সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হিসেবে সিরিআ’য় মৌসুম শুরুর প্রথম আট ম্যাচে ১০ গোল করা একমাত্র খেলোয়াড় ইব্রা।
এসি মিলান স্ট্রাইকার ভেঙেছেন ৭৭ বছরের রেকর্ড। ১৯৪২-৪৩ মৌসুমে ২৯ বছর বয়সে সিরি আ’র প্রথম আট ম্যাচে ১০ গোল করেছিলেন ২৯ বছর বয়সী সিলভিও পিওলা।
ভগ্নপ্রায় এসি মিলান ঘুরে দাঁড়িয়ে ওপরের দিকে ছুটে চলেছে। গত জানুয়ারিতে ইব্রাহিমোভিচ আবারো মিলানে ফেরার পর বদলে গেছে দলটির চেহারা।
২০১০ সালে শেষবার নাপোলির মাঠে জয়ের স্বাদ পাওয়া মিলানকে প্রথমে লিড এনে দেন ইব্রা। ২০তম মিনিটে দুর্দান্ত হেডে লক্ষ্যভেদ করেন তিনি। ৫৪তম মিনিটে আরো এক গোল করেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।
ম্যাচের শেষ দিকে স্কোরলাইন ৩-১ করেন পিটার হাউগে। ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান।
বিজনেস আওয়ার/২২ নভেম্বর, ২০২০/এ