ঢাকা , শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মহাখালীর বস্তিতে লাগা আগুনে ৬০-৭০টি ঘর পুড়ে ছাই

  • পোস্ট হয়েছে : ১০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
  • 1

বিজনেস আওয়ার প্রতিবেদক : রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৬০-৭০টি ঘর। এ ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

টনাস্থলে উপস্থিত থাকা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ঢাকা বিভাগের উপ-পরিচালক (অপারেশন) দেবাশীষ বর্ধন বলেন, রাত ১২টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম। প্রথম রেসপন্স করে ফায়ার সার্ভিসের তেজগাঁও স্টেশন। ঘটনাস্থলে পৌঁছে দ্রুত কাজ শুরু করেন তারা।

তিনি বলেন, ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা গ্যাস লিকেজ থেকে এই আগুনের সূত্রপাত ঘটতে পারে। এ বস্তিতে ছোট ছোট প্রচুর ঘর রয়েছে এখনই নির্দিষ্টভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, রাজধানীর প্রায় বস্তিতে অবৈধ বিদ্যুৎ-গ্যাস সংযোগ থাকে। বৈদ্যুতিক গোলযোগ, গ্যাস লাইন লিকেজ বা সিলিন্ডার লিকেজ, সিগারেটের আগুন থেকে অথবা মশার কয়েল থেকেও আগুনের সূত্রপাত ঘটতে পারে। তদন্ত সাপেক্ষে এ ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বলা যাবে।

বস্তিবাসী আগুনের পোড়ার হাত থেকে নিজেদের মালামাল সরিয়ে নেওয়ার শেষ চেষ্টা করছেন। শেষ সম্বলটুকু হারিয়ে অনেক বাসিন্দাকে আহাজারি করতে দেখা গেছে। আগুনে বস্তির বাসিন্দা বীথি রানীর বিয়ের বেনারসি শাড়িও পুড়ে গেছে। পুড়েছে পঞ্চম শ্রেণির ছাত্রী তানিয়ার পাঠ্যবইগুলো।

বিজনেস আওয়ার/২৪ নভেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মহাখালীর বস্তিতে লাগা আগুনে ৬০-৭০টি ঘর পুড়ে ছাই

পোস্ট হয়েছে : ১০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০

বিজনেস আওয়ার প্রতিবেদক : রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৬০-৭০টি ঘর। এ ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

টনাস্থলে উপস্থিত থাকা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ঢাকা বিভাগের উপ-পরিচালক (অপারেশন) দেবাশীষ বর্ধন বলেন, রাত ১২টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম। প্রথম রেসপন্স করে ফায়ার সার্ভিসের তেজগাঁও স্টেশন। ঘটনাস্থলে পৌঁছে দ্রুত কাজ শুরু করেন তারা।

তিনি বলেন, ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা গ্যাস লিকেজ থেকে এই আগুনের সূত্রপাত ঘটতে পারে। এ বস্তিতে ছোট ছোট প্রচুর ঘর রয়েছে এখনই নির্দিষ্টভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, রাজধানীর প্রায় বস্তিতে অবৈধ বিদ্যুৎ-গ্যাস সংযোগ থাকে। বৈদ্যুতিক গোলযোগ, গ্যাস লাইন লিকেজ বা সিলিন্ডার লিকেজ, সিগারেটের আগুন থেকে অথবা মশার কয়েল থেকেও আগুনের সূত্রপাত ঘটতে পারে। তদন্ত সাপেক্ষে এ ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বলা যাবে।

বস্তিবাসী আগুনের পোড়ার হাত থেকে নিজেদের মালামাল সরিয়ে নেওয়ার শেষ চেষ্টা করছেন। শেষ সম্বলটুকু হারিয়ে অনেক বাসিন্দাকে আহাজারি করতে দেখা গেছে। আগুনে বস্তির বাসিন্দা বীথি রানীর বিয়ের বেনারসি শাড়িও পুড়ে গেছে। পুড়েছে পঞ্চম শ্রেণির ছাত্রী তানিয়ার পাঠ্যবইগুলো।

বিজনেস আওয়ার/২৪ নভেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: