ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পিছিয়ে পড়েও ফেরেঙ্কভারোসকে হারাল জুভেন্টাস

  • পোস্ট হয়েছে : ১০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০
  • 36

স্পোর্টস ডেস্ক : ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে ঘরের মাঠে আগে গোল হজম করে চাপে পড়ে গিয়েছিল জুভেন্টাস। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো ও হুয়ান কুয়াদ্রাদোর গোলে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে ম্যাচ জিতে নেয় জুভেন্টাস। এ জয়ের সুবাদে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর টিকিট নিশ্চিত হয়েছে জুভেন্টাসের।

মঙ্গলবার রাতের ম্যাচটিতে জুভেন্টাসের প্রতিপক্ষ ছিল ফেরেঙ্কভারোস। তাদের বিপক্ষে ঘরের মাঠে গোলবন্যায় ভাসবে জুভেন্টাস, এমনটাই ছিল সকলের প্রত্যাশা। ম্যাচের ১৯ মিনিটের সময় ১-০ গোলে এগিয়ে যায় ফেরেঙ্কভারোস। জুভেন্টাসের ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে মায়রতো উজুনির গোলে লিড নেয় ফেরেঙ্কভারোস।

জুভিদের সমতায় ফিরতে অপেক্ষা করতে হয়েছে ৩৫ মিনিট পর্যন্ত। বাম পায়ের জোরালো শটে চ্যাম্পিয়নস লিগের চলতি আসরে নিজের প্রথম ও সবমিলিয়ে ১৩১তম গোলের মাধ্যমে জুভেন্টাসকে সমতায় ফেরান ক্রিশ্চিয়ানো রোনালদো। হুয়ান কুয়াদ্রাদোর বাড়ানো বল ডি বক্সের বাইরে থেকে রোনালদোর বা পায়ের শট গিয়ে জড়ায় ডান পাশের কর্নার দিয়ে জালে।

প্রথমার্ধ ১-১ গোলে সমতায় শেষ হলেও দ্বিতীয়ার্ধে গোলের জন্য হন্যে হয়ে ওঠে জুভেরা। একেরপর এক আক্রমণ চালালেও গোলের দেখা পাচ্ছিলোনা রোনালদোরা। চতখনই দলকে উদ্ধার করেন আলভারো মোরাতা। হরেক সুযোগ নষ্টের ভিড়ে হুয়ান কুয়াড্রাডোর ক্রসে হেডের মাধ্যমে জয়সূচক গোল করেন মোরাতা, স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।

এ জয়ের ফলে ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে নকআউট নিশ্চিত হয়েছে জুভেন্টাসের। চারটি ম্যাচ জয়ী বার্সেলোনা আছে গ্রুপের শীর্ষে।

বিজনেস আওয়ার/২৫ নভেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

পিছিয়ে পড়েও ফেরেঙ্কভারোসকে হারাল জুভেন্টাস

পোস্ট হয়েছে : ১০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০

স্পোর্টস ডেস্ক : ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে ঘরের মাঠে আগে গোল হজম করে চাপে পড়ে গিয়েছিল জুভেন্টাস। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো ও হুয়ান কুয়াদ্রাদোর গোলে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে ম্যাচ জিতে নেয় জুভেন্টাস। এ জয়ের সুবাদে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর টিকিট নিশ্চিত হয়েছে জুভেন্টাসের।

মঙ্গলবার রাতের ম্যাচটিতে জুভেন্টাসের প্রতিপক্ষ ছিল ফেরেঙ্কভারোস। তাদের বিপক্ষে ঘরের মাঠে গোলবন্যায় ভাসবে জুভেন্টাস, এমনটাই ছিল সকলের প্রত্যাশা। ম্যাচের ১৯ মিনিটের সময় ১-০ গোলে এগিয়ে যায় ফেরেঙ্কভারোস। জুভেন্টাসের ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে মায়রতো উজুনির গোলে লিড নেয় ফেরেঙ্কভারোস।

জুভিদের সমতায় ফিরতে অপেক্ষা করতে হয়েছে ৩৫ মিনিট পর্যন্ত। বাম পায়ের জোরালো শটে চ্যাম্পিয়নস লিগের চলতি আসরে নিজের প্রথম ও সবমিলিয়ে ১৩১তম গোলের মাধ্যমে জুভেন্টাসকে সমতায় ফেরান ক্রিশ্চিয়ানো রোনালদো। হুয়ান কুয়াদ্রাদোর বাড়ানো বল ডি বক্সের বাইরে থেকে রোনালদোর বা পায়ের শট গিয়ে জড়ায় ডান পাশের কর্নার দিয়ে জালে।

প্রথমার্ধ ১-১ গোলে সমতায় শেষ হলেও দ্বিতীয়ার্ধে গোলের জন্য হন্যে হয়ে ওঠে জুভেরা। একেরপর এক আক্রমণ চালালেও গোলের দেখা পাচ্ছিলোনা রোনালদোরা। চতখনই দলকে উদ্ধার করেন আলভারো মোরাতা। হরেক সুযোগ নষ্টের ভিড়ে হুয়ান কুয়াড্রাডোর ক্রসে হেডের মাধ্যমে জয়সূচক গোল করেন মোরাতা, স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।

এ জয়ের ফলে ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে নকআউট নিশ্চিত হয়েছে জুভেন্টাসের। চারটি ম্যাচ জয়ী বার্সেলোনা আছে গ্রুপের শীর্ষে।

বিজনেস আওয়ার/২৫ নভেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: