বিনোদন ডেস্ক : ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ চলচ্চিত্রের মধ্য দিয়ে নায়িকা হিসেবে অভিষেক ঘটতে যাচ্ছে একসময়ের জনপ্রিয় শিশুশিল্পী দীঘির। এবার ছবিটি মুক্তির অপেক্ষায়। আর সেই অপেক্ষাও ঘুচতে যাচ্ছে।
এই ছবিতে শেখ মুজিবুর রহমানের স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিব ওরফে ‘রেনু’র ভূমিকায় অভিনয় করছেন দীঘি। ছবিটিতে দীঘির বিপরীতে অভিনয় করেছেন শান্ত খান।
জানা গেছে, ছবিটি গতকাল মঙ্গলবার সেন্সরে জমা দেয়া হয়েছে। সেন্সর ছাড়পত্র পাওয়ার পর ছবিটি বিজয় দিবস উপলক্ষে আগামী ১১ ডিসেম্বর মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান।
স্টোরি স্প্ল্যাশ মিডিয়া প্রযোজিত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবিটির গল্প গড়ে উঠেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে। তাই বিজয় দিবসের মাসেই ছবিটি মুক্তির পরিকল্পনা।
ছবিটি পরিচালনা করেছেন সেলিম খান। যিনি স্টোরি স্প্ল্যাশ মিডিয়া, শাপলা মিডিয়া ও শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের কর্ণধার। আর চিত্রনাট্য করেছেন পরিচালক শামীম আহমেদ রনি।
এ প্রসঙ্গে সেলিম খান বলেন, গতকাল ছবিটি সেন্সরে জমা দিয়েছি। আশা করি আগামী সপ্তাহের মাঝামাঝির মধ্যেই সেন্সর ছাড়পত্র পাবো। এরপর ১৬ ডিসেম্বর উপলক্ষে ১১ ডিসেম্বর সারা দেশে মুক্তি দেবো।
বিজনেস আওয়ার/২৫ নভেম্বর, ২০২০/এ