বিজনেস আওয়ার প্রতিবেদক : বরেণ্য সাংবাদিক হুমায়ুন সাদেক চৌধুরী মারা গেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে তিনি করোনা উপসর্গ নিয়ে ঢামেকে ভর্তি হয়েছিলেন।
জানা গেছে, মৃত্যুর আগে তিনি অর্থনীতি প্রতিদিন এর বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
হুমায়ুন সাদেক চৌধুরী সাব এডিটরদের সংগঠন সাব এডিটর্স কাউন্সিলের দুবার নির্বাচিত সভাপতি ছিলেন। তিনি অনলাইন পোর্টাল বিবার্তা২৪.নেটের সাবেক বার্তা সম্পাদক, দৈনিক নয়া দিগন্তের সাবেক অতিরিক্ত বার্তা সম্পাদক, চট্টগ্রামের দৈনিক নয়া বাংলা, ঢাকার দৈনিক দিনকাল, দৈনিক আমার দেশ, পাক্ষিক পালাবদলসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ছিলেন।
হুমায়ুন সাদেক চৌধুরী ছিলেন একজন অজাতশত্রু ধরনের সংবাদকর্মী। তিনি জনপ্রিয় শিশু সাহিত্যিক ও জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ছিলেন। তার গ্রামের বাড়ি বাঁশখালি। লাশ দাফনের জন্য তাকে সেখানে নিয়ে যাওয়া হবে বলে পরিবার থেকে জানানো হয়েছে।
মৃত্যুর আগে ফেসবুকে শেষ স্ট্যাটাস : ফেসবুকে গত ১৭ নভেম্বর তার শেষ স্টাটাসটি ছিল এরকম-
চারদিকে কেবল শুনি, ‘বাঁচাও, বাঁচাও!!’
কাকে বাঁচাব, কী বাঁচাব?
বন্য প্রাণী বাঁচাও, বাঘ বাঁচাও, সাপ বাঁচাও, কুত্তা বাঁচাও… এমন আরও কত কী।
কোনোটাতেই আপত্তি নেই আমার। বাঁচার ও বাঁচানোর অধিকার সবার আছে।
কিন্তু হতাশ লাগে তখনই, যখন কেউ বলে না, ‘মানুষ বাঁচাও!’
পরক্ষণেই ভাবি, কে বলবে ‘মানুষ বাঁচাও!’ বন্য প্রাণী, বাঘ, সাপ, কুত্তা কেউ তো দল বেঁধে মানুষকে মারতে আসছে না, সারা পৃথিবীতে মানুষ নিজেই নিজেকে মারছে। তাকে বাঁচাতে ডাক দেবে কে, আর সে ডাক শুনবেই বা কে!
বিজনেস আওয়ার/২৬ নভেম্বর, ২০২০/এস