বিজনেস আওয়ার প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (২২ থেকে ২৬ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪৪টির বা ৩৯.৮৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে ডিএসইর টপটেন গেইনারে শতভাগ স্থান দখলে নিয়েছে বীমা খাতের কোম্পানিগুলো। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রাইম ইন্স্যুরেন্সের শেয়ার দর সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ছিল ৩৫ টাকায়। সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৪৭.৬০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১২.৬০ টকাা বা ৩৬.৩৯ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে প্রাইম ইন্স্যুরেন্স ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে কন্টিনেন্টাল ইন্সুরেন্সের ৩০.৩৪ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ২৭.১৫ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ২৫.৬৬ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ২৪.৪৭ শতাংশ, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ২৩.৭৬ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ২২.৯০ শতাংশ, সেনারবাংলা ইন্স্যুরেন্সের ২২.৪০ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের ৭.৮৩ শতাংশ এবং কর্ণফুলি ইন্স্যুরেন্সের শেয়ার দর