ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ব্যাংকের ৯ মাসে মুনাফা ৫ হাজার ১৬৬ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর ২০২০ সালের ৯ মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্যবসায় ৫ হাজার ১৬৬ কোটি ২৮ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি মুনাফা হয়েছে ইসলামী ব্যাংকের। তবে পরিশোধিত মূলধনের তূলনায় ডাচ-বাংলা ব্যাংকের সবচেয়ে বেশি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে। এ সময় ব্যাংকগুলোর গড় ইপিএস হয়েছে ১.৮৩ টাকা।

তালিকাভুক্ত ৩০ ব্যাংকের ২০২০ সালের প্রথম ৯ মাসের সমন্বিত অনিরীক্ষিত আর্থিক হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে।

আগের বছরের ৯ মাসে তালিকাভুক্ত ব্যাংকগুলোর নিট মুনাফা হয়েছিল ৪ হাজার ৯২২ কোটি ৮২ লাখ টাকা। ওই সময় ব্যাংকগুলোর গড় ইপিএস হয়েছিল ১.৭৭ টাকা।

দেখা গেছে, তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে চলতি বছরের ৯ মাসে সবচেয়ে বেশি ৩৬৯ কোটি ৭২ লাখ টাকা মুনাফা নিয়ে শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক। এরপরে ৩৪৫ কোটি ৭৮ লাখ টাকা নিয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ডাচ-বাংলা ব্যাংক। তৃতীয় সর্বোচ্চ ৩০৮ কোটি ৫৮ লাখ টাকা মুনাফা হয়েছে সিটি ব্যাংকের।

চলতি বছরের ৯ মাসে একমাত্র আইসিবি ইসলামিক ব্যাংক লোকসান করে সবার তলানিতে রয়েছে। ব্যাংকটির ৯ কোটি ৯৬ লাখ টাকা লোকসান হয়েছে। এরপরে সবচেয়ে কম মুনাফা হয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংকের। এ সময় ব্যাংকটির ১১ কোটি ২৯ লাখ টাকা মুনাফা হয়েছে। আর ২০ কোটি ৬৪ লাখ টাকা নিয়ে দ্বিতীয় সর্বনিম্ন রূপালি ব্যাংকের এবং ২৩ কোটি ৪৯ লাখ টাকা নিয়ে তৃতীয় সর্বনিম্ন মুনাফা হয়েছে এবি ব্যাংকের।

এদিকে মুনাফায় ইসলামী ব্যাংক সবার উপরে থাকলেও ব্যাংকটি ইপিএসে ৯ম স্থানে রয়েছে। এক্ষেত্রে পরিশোধিত মূলধনের তুলনায় ডাচ-বাংলা ব্যাংকের সবচেয়ে বেশি মুনাফা হয়েছে। ব্যাংকটির ইপিএস হয়েছে ৬.২৯ টাকা। দ্বিতীয় অবস্থানে থাকা ট্রাস্ট ব্যাংকের ইপিএস ৪.০৮ টাকা। আর ৩.৬৪ টাকা ইপিএস নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইস্টার্ন ব্যাংক।

নিম্নে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর ২০২০ সালের ৯ মাসের নিট মুনাফা, ইপিএস ও ৩০ সেপ্টেম্বরের পরিশোধিত মূলধনের পরিমাণ তুলে ধরা হল।

ব্যাংকের নামমুনাফা  (কোটি টাকা)ইপিএস (টাকা)পরিশোধিত মূলধন (কোটি টাকা)
ইসলামী ব্যাংক৩৬৯.৭২২.৩০১৬১০
ডাচ-বাংলা ব্যাংক৩৪৫.৭৮৬.২৯৫৫০
দি সিটি ব্যাংক৩০৮.৫৮৩.০৪১০১৬.৩৯
পূবালী ব্যাংক৩০১.৮২২.৯৪১০২৮.২৯
ইস্টার্ন ব্যাংক২৯৫.৬৫৩.৬৪৮১১.৮০
সাউথইস্ট ব্যাংক২৭৬.৮৭২.৩৯১১৮৮.৯৪
ব্র্যাক ব্যাংক২৬৬.১২২.০১১৩২৫.৮৮
ট্রাস্ট ব্যাংক২৬২.৬৪৪.০৮৬৪৩.৩০
যমুনা ব্যাংক২৩৮.২০৩.১৮৭৪৯.২৩
ব্যাংক এশিয়া২২৯.২৪১.৯৭১১৬৫.৯১
এক্সিম ব্যাংক২০২.৫৬১.৪৩১৪১২.২৫
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক১৭৬.৯৭১.৪৫১২১৭.৫২
মার্কেন্টাইল ব্যাংক১৬৯.৫৫১.৭২৯৮৪.০২
এনসিসি ব্যাংক১৬৭.৩৫১.৭৭৯৪৫.৯৩
উত্তরা ব্যাংক১৫২.৫৪৩.০৪৫০১.৯৪
শাহজালাল ইসলামি ব্যাংক১৫১.১৬১.৫৪৯৮০.০৯
প্রিমিয়ার ব্যাংক১৪৬.২৪১.৫১৯৭০.৩০
আল-আরাফাহ ব্যাংক১৪৩.৫৮১.৩৫১০৬৪.৯০
ন্যাশনাল ব্যাংক১৩৬.৫৯০.৪৭৩০৬৬.৪২
ফার্স্ট সিকিউরিটি ব্যাংক১২৫.৯৬১.৩৩৯৪৮.৭৬
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক১২৪.৩৭১.৬৮৭৩৮.৬৩
আইএফআইসি ব্যাংক১২২.৩১০.৭৬১৬১৯.৮৭
ঢাকা ব্যাংক১২২.০১১.৩৬৮৯৫.৮৭
ওয়ান ব্যাংক১০৭.৩৯১.২১৮৮৫.৩৫
প্রাইম ব্যাংক১০৫.৫৪০.৯৩১১৩২.২৮
স্যোশাল ইসলামী ব্যাংক৭২.০৮০.৭৭৯৩৮.০১
এবি ব্যাংক২৩.৪৯০.২৯৭৯৬.০৪
রূপালি ব্যাংক২০.৬৪০.৫০৪১৪.১৭
স্ট্যান্ডার্ড ব্যাংক১১.২৯০.১১১০০৫.৯৯
আইসিবি ইসলামিক ব্যাংক(৯.৯৬)(০.১৫)৬৬৪.৭০
মোট৫১৬৬.২৮ কোটি টাকাগড় ইপিএস-১.৮৩৩১২৭২.৭৮ কোটি টাকা

তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মোট ৩১ হাজার ২৭২ কোটি ৭৮ লাখ টাকার পরিশোধিত মূলধন রয়েছে। এরমধ্যে ন্যাশনাল ব্যাংকের সবচেয়ে বেশি পরিশোধিত মূলধন রয়েছে। ব্যাংকটির ৩ হাজার ৬৬ কোটি ৪২ লাখ টাকার পরিশোধিত মূলধন রয়েছে। তবে ব্যাংকটি মুনাফার হিসাবে রয়েছে ১৯তম স্থানে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ ১ হাজার ৬১৯ কোটি ৮৭ লাখ টাকার পরিশোধিত মূলধন নিয়ে আইএফআইসি ব্যাংক মুনাফায় ২২তম স্থানে রয়েছে। এছাড়া ১ হাজার ৬১০ কোটি টাকার তৃতীয় সর্বোচ্চ পরিশোধিত মূলধন নিয়ে ইসলামী ব্যাংক মুনাফায় ১ম অবস্থানে রয়েছে।

অপরদিকে সবচেয়ে কম ৪১৪ কোটি ১৭ টাকার পরিশোধিত মূলধন নিয়ে মুনাফায় ২৮তম স্থানে রয়েছে রূপালি ব্যাংক। এরপরে দ্বিতীয় সর্বনিম্ন ৫০১ কোটি ৯৪ লাখ টাকার পরিশোধিত মূলধন নিয়ে মুনাফায় ১৫তম অবস্থানে রয়েছে উত্তরা ব্যাংক। এছাড়া তৃতীয় সর্বনিম্ন ৫৫০ কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে মুনাফায় ২য় অবস্থানে রয়েছে ডাচ-বাংলা ব্যাংক ।

বর্তমানে ১৩টি ব্যাংকের পরিশোধিত মূলধন ১ হাজার কোটি টাকার উপরে রয়েছে। ব্যাংকগুলো হল- ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ব্যাংক এশিয়া, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, প্রাইম ব্যাংক, আইএফআইসি ব্যাংক, সিটি ব্যাংক, পূবালি ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও স্ট্যান্ডার্ড ব্যাংক।

বিজনেস আওয়ার/২৯ নভেম্বর, ২০২০/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ব্যাংকের ৯ মাসে মুনাফা ৫ হাজার ১৬৬ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক

পোস্ট হয়েছে : ১০:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর ২০২০ সালের ৯ মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্যবসায় ৫ হাজার ১৬৬ কোটি ২৮ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি মুনাফা হয়েছে ইসলামী ব্যাংকের। তবে পরিশোধিত মূলধনের তূলনায় ডাচ-বাংলা ব্যাংকের সবচেয়ে বেশি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে। এ সময় ব্যাংকগুলোর গড় ইপিএস হয়েছে ১.৮৩ টাকা।

তালিকাভুক্ত ৩০ ব্যাংকের ২০২০ সালের প্রথম ৯ মাসের সমন্বিত অনিরীক্ষিত আর্থিক হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে।

আগের বছরের ৯ মাসে তালিকাভুক্ত ব্যাংকগুলোর নিট মুনাফা হয়েছিল ৪ হাজার ৯২২ কোটি ৮২ লাখ টাকা। ওই সময় ব্যাংকগুলোর গড় ইপিএস হয়েছিল ১.৭৭ টাকা।

দেখা গেছে, তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে চলতি বছরের ৯ মাসে সবচেয়ে বেশি ৩৬৯ কোটি ৭২ লাখ টাকা মুনাফা নিয়ে শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক। এরপরে ৩৪৫ কোটি ৭৮ লাখ টাকা নিয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ডাচ-বাংলা ব্যাংক। তৃতীয় সর্বোচ্চ ৩০৮ কোটি ৫৮ লাখ টাকা মুনাফা হয়েছে সিটি ব্যাংকের।

চলতি বছরের ৯ মাসে একমাত্র আইসিবি ইসলামিক ব্যাংক লোকসান করে সবার তলানিতে রয়েছে। ব্যাংকটির ৯ কোটি ৯৬ লাখ টাকা লোকসান হয়েছে। এরপরে সবচেয়ে কম মুনাফা হয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংকের। এ সময় ব্যাংকটির ১১ কোটি ২৯ লাখ টাকা মুনাফা হয়েছে। আর ২০ কোটি ৬৪ লাখ টাকা নিয়ে দ্বিতীয় সর্বনিম্ন রূপালি ব্যাংকের এবং ২৩ কোটি ৪৯ লাখ টাকা নিয়ে তৃতীয় সর্বনিম্ন মুনাফা হয়েছে এবি ব্যাংকের।

এদিকে মুনাফায় ইসলামী ব্যাংক সবার উপরে থাকলেও ব্যাংকটি ইপিএসে ৯ম স্থানে রয়েছে। এক্ষেত্রে পরিশোধিত মূলধনের তুলনায় ডাচ-বাংলা ব্যাংকের সবচেয়ে বেশি মুনাফা হয়েছে। ব্যাংকটির ইপিএস হয়েছে ৬.২৯ টাকা। দ্বিতীয় অবস্থানে থাকা ট্রাস্ট ব্যাংকের ইপিএস ৪.০৮ টাকা। আর ৩.৬৪ টাকা ইপিএস নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইস্টার্ন ব্যাংক।

নিম্নে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর ২০২০ সালের ৯ মাসের নিট মুনাফা, ইপিএস ও ৩০ সেপ্টেম্বরের পরিশোধিত মূলধনের পরিমাণ তুলে ধরা হল।

ব্যাংকের নামমুনাফা  (কোটি টাকা)ইপিএস (টাকা)পরিশোধিত মূলধন (কোটি টাকা)
ইসলামী ব্যাংক৩৬৯.৭২২.৩০১৬১০
ডাচ-বাংলা ব্যাংক৩৪৫.৭৮৬.২৯৫৫০
দি সিটি ব্যাংক৩০৮.৫৮৩.০৪১০১৬.৩৯
পূবালী ব্যাংক৩০১.৮২২.৯৪১০২৮.২৯
ইস্টার্ন ব্যাংক২৯৫.৬৫৩.৬৪৮১১.৮০
সাউথইস্ট ব্যাংক২৭৬.৮৭২.৩৯১১৮৮.৯৪
ব্র্যাক ব্যাংক২৬৬.১২২.০১১৩২৫.৮৮
ট্রাস্ট ব্যাংক২৬২.৬৪৪.০৮৬৪৩.৩০
যমুনা ব্যাংক২৩৮.২০৩.১৮৭৪৯.২৩
ব্যাংক এশিয়া২২৯.২৪১.৯৭১১৬৫.৯১
এক্সিম ব্যাংক২০২.৫৬১.৪৩১৪১২.২৫
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক১৭৬.৯৭১.৪৫১২১৭.৫২
মার্কেন্টাইল ব্যাংক১৬৯.৫৫১.৭২৯৮৪.০২
এনসিসি ব্যাংক১৬৭.৩৫১.৭৭৯৪৫.৯৩
উত্তরা ব্যাংক১৫২.৫৪৩.০৪৫০১.৯৪
শাহজালাল ইসলামি ব্যাংক১৫১.১৬১.৫৪৯৮০.০৯
প্রিমিয়ার ব্যাংক১৪৬.২৪১.৫১৯৭০.৩০
আল-আরাফাহ ব্যাংক১৪৩.৫৮১.৩৫১০৬৪.৯০
ন্যাশনাল ব্যাংক১৩৬.৫৯০.৪৭৩০৬৬.৪২
ফার্স্ট সিকিউরিটি ব্যাংক১২৫.৯৬১.৩৩৯৪৮.৭৬
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক১২৪.৩৭১.৬৮৭৩৮.৬৩
আইএফআইসি ব্যাংক১২২.৩১০.৭৬১৬১৯.৮৭
ঢাকা ব্যাংক১২২.০১১.৩৬৮৯৫.৮৭
ওয়ান ব্যাংক১০৭.৩৯১.২১৮৮৫.৩৫
প্রাইম ব্যাংক১০৫.৫৪০.৯৩১১৩২.২৮
স্যোশাল ইসলামী ব্যাংক৭২.০৮০.৭৭৯৩৮.০১
এবি ব্যাংক২৩.৪৯০.২৯৭৯৬.০৪
রূপালি ব্যাংক২০.৬৪০.৫০৪১৪.১৭
স্ট্যান্ডার্ড ব্যাংক১১.২৯০.১১১০০৫.৯৯
আইসিবি ইসলামিক ব্যাংক(৯.৯৬)(০.১৫)৬৬৪.৭০
মোট৫১৬৬.২৮ কোটি টাকাগড় ইপিএস-১.৮৩৩১২৭২.৭৮ কোটি টাকা

তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মোট ৩১ হাজার ২৭২ কোটি ৭৮ লাখ টাকার পরিশোধিত মূলধন রয়েছে। এরমধ্যে ন্যাশনাল ব্যাংকের সবচেয়ে বেশি পরিশোধিত মূলধন রয়েছে। ব্যাংকটির ৩ হাজার ৬৬ কোটি ৪২ লাখ টাকার পরিশোধিত মূলধন রয়েছে। তবে ব্যাংকটি মুনাফার হিসাবে রয়েছে ১৯তম স্থানে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ ১ হাজার ৬১৯ কোটি ৮৭ লাখ টাকার পরিশোধিত মূলধন নিয়ে আইএফআইসি ব্যাংক মুনাফায় ২২তম স্থানে রয়েছে। এছাড়া ১ হাজার ৬১০ কোটি টাকার তৃতীয় সর্বোচ্চ পরিশোধিত মূলধন নিয়ে ইসলামী ব্যাংক মুনাফায় ১ম অবস্থানে রয়েছে।

অপরদিকে সবচেয়ে কম ৪১৪ কোটি ১৭ টাকার পরিশোধিত মূলধন নিয়ে মুনাফায় ২৮তম স্থানে রয়েছে রূপালি ব্যাংক। এরপরে দ্বিতীয় সর্বনিম্ন ৫০১ কোটি ৯৪ লাখ টাকার পরিশোধিত মূলধন নিয়ে মুনাফায় ১৫তম অবস্থানে রয়েছে উত্তরা ব্যাংক। এছাড়া তৃতীয় সর্বনিম্ন ৫৫০ কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে মুনাফায় ২য় অবস্থানে রয়েছে ডাচ-বাংলা ব্যাংক ।

বর্তমানে ১৩টি ব্যাংকের পরিশোধিত মূলধন ১ হাজার কোটি টাকার উপরে রয়েছে। ব্যাংকগুলো হল- ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ব্যাংক এশিয়া, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, প্রাইম ব্যাংক, আইএফআইসি ব্যাংক, সিটি ব্যাংক, পূবালি ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও স্ট্যান্ডার্ড ব্যাংক।

বিজনেস আওয়ার/২৯ নভেম্বর, ২০২০/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: