বিজনেস আওয়ার প্রতিবেদক : বৃহস্পতিবারের মতো রবিবারও (২৯ নভেম্বর) উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। আজ উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন। তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।
জানা গেছে, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১২.৭২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৮১.৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২.০৬ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৯.০৯ পয়েন্ট এবং সিডিএসইসি ২.০৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১২০.৯১ পয়েন্ট, ১৬৯৮.৭৯ এবং ৯৯৪.৫৩ পয়েন্টে।
ডিএসইতে আজ ৭৬৬ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৭ কোটি ৮৮ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৭৫৮ কোটি ৩৩ লাখ টাকার।
ডিএসইতে আজ ৩৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১০৮টির বা ৩০.৮৫ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৪৫টির বা ৪১.৪২ শতাংশের এবং ৯৭টি বা ২৭.৭১ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৭৬.১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪০৩৮.১২ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৪৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৫টির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬টির দর। আজ সিএসইতে ২৪ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
বিজনেস আওয়ার/২৯ নভেম্বর, ২০২০/এস