ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে স্বামীকে হত্যায় স্ত্রীসহ ৫ জনের মৃত্যুদণ্ডাদেশ

  • পোস্ট হয়েছে : ০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০
  • 73

বিজনেস আওয়ার প্রতিবেদক : খাগড়াছড়িতে এক ব্যক্তিকে হত্যার দায়ে স্ত্রী ও তার চার সহযোগীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসান চার আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন রাবেয়া আক্তার (৩৫), রামগড় চৌধুরী পাড়ার মানিক মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৪), একই গ্রামের প্রয়াত আব্দুল মালেকের ছেলে মো. ফিরোজ (২৮), গুইমারা উপজেলার রেনুছড়ার শাহ আলমের ছেলে আবুল কালাম (২২) এবং একই গ্রামের আবুল হোসেনের ছেলে আবুল আসাদ ওরফে মিঠু (২০)।

রায়ে একইসঙ্গে প্রত্যেক আসামিকে আরও পাঁচ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী বিধান কানুনগো জানিয়েছেন।

মামলার বরাতে বিধান কানুনগো সাংবাদিকদের জানান, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি পরকীয়া প্রেমের জের ধরে রাবেয়া আক্তার লোক ভাড়া করে গুইমারা উপজেলার রবীন্দ্র পাড়ায় তার স্বামীকে জবাই করে হত্যা করান।

তিনি জানান, একদিন পর গুইমারা থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। একই বছরের ৫ সেপ্টেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত রাষ্ট্রপক্ষের ১২ জনের সাক্ষ্য গ্রহণ করেছে।

রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী বিধান কানুনগো সন্তুষ্টি প্রকাশ করেছেন। আসামির আইনজীবী আরিফ উদ্দিন উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন।

বিজনেস আওয়ার/০৩ ডিসেম্বর, ২০২০/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

খাগড়াছড়িতে স্বামীকে হত্যায় স্ত্রীসহ ৫ জনের মৃত্যুদণ্ডাদেশ

পোস্ট হয়েছে : ০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০

বিজনেস আওয়ার প্রতিবেদক : খাগড়াছড়িতে এক ব্যক্তিকে হত্যার দায়ে স্ত্রী ও তার চার সহযোগীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসান চার আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন রাবেয়া আক্তার (৩৫), রামগড় চৌধুরী পাড়ার মানিক মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৪), একই গ্রামের প্রয়াত আব্দুল মালেকের ছেলে মো. ফিরোজ (২৮), গুইমারা উপজেলার রেনুছড়ার শাহ আলমের ছেলে আবুল কালাম (২২) এবং একই গ্রামের আবুল হোসেনের ছেলে আবুল আসাদ ওরফে মিঠু (২০)।

রায়ে একইসঙ্গে প্রত্যেক আসামিকে আরও পাঁচ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী বিধান কানুনগো জানিয়েছেন।

মামলার বরাতে বিধান কানুনগো সাংবাদিকদের জানান, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি পরকীয়া প্রেমের জের ধরে রাবেয়া আক্তার লোক ভাড়া করে গুইমারা উপজেলার রবীন্দ্র পাড়ায় তার স্বামীকে জবাই করে হত্যা করান।

তিনি জানান, একদিন পর গুইমারা থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। একই বছরের ৫ সেপ্টেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত রাষ্ট্রপক্ষের ১২ জনের সাক্ষ্য গ্রহণ করেছে।

রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী বিধান কানুনগো সন্তুষ্টি প্রকাশ করেছেন। আসামির আইনজীবী আরিফ উদ্দিন উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন।

বিজনেস আওয়ার/০৩ ডিসেম্বর, ২০২০/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: