ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কাদিজের কাছে হারল বার্সেলোনা

  • পোস্ট হয়েছে : ১১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
  • 78

স্পোর্টস ডেস্ক : লা লিগায় নবাগত দল কাদিজের কাছে ২-১ গোলের ব্যবধানে হেরেছে বার্সেলোনা। বিশ্রাম শেষে এই ম্যাচেই স্কোয়াডে ফিরেছিলেন লিওনেল মেসি, তাঁর সঙ্গে আক্রমণভাগে ফিলিপ কুতিনহো, অ্যান্তোনিও গ্রিজম্যান আর মার্টিন ব্র্যাথওয়েট। নিজেদের সেরা একাদশ নিয়েও কাদিজের কাছে হারতে হলো কাতালান ক্লাবটিকে।

ঘরের মাঠে ম্যাচের মাত্র ৮ মিনিটের মাথায় আলভারো হিমিনেজের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় কাদিজ। গোল হজমের পর বেশ আক্রমণাত্মক খেলতে শুরু করে বার্সা। একের পর এক আক্রমণে কাদিজের রক্ষণে ফাটল ধরাতে চেষ্টা করে কিন্তু কাদিজের জমাট বাধা রক্ষণে চিড় ধরাতে পারেনি। এভাবে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বার্সা।

দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে পেড্রো আলকালার আত্মঘাতি গোলে ম্যাচে সমতায় ফেরে বার্সা। ডি বক্সের ভেতর আলবার ক্রস বিপদমুক্র করতে গিয়ে বল নিজেদের জালে জড়িয়ে ফেলেন পেড্রো আলকালা। আর তাতেই ম্যাচে ১-১ গোলে সমতায় বার্সা। তবে খুব বেশি সময় বার্সাকে সমতায় থাকতে দেয়নি কাদিজ। গোল হজমের মাত্র ছয় মিনিট পরে ম্যাচে আবারও লিড নেয় কাদিজ।

এবার গোল করে বার্সার বিপক্ষে কাদিজকে লিড এনে দেন সাবেক রিয়াল মাদ্রিদ খেলোয়াড় আলভারো নেগ্রেডো। টার স্টেগান আর ক্লেমেন্ট লেংলের চরম এক ভুলে বল পেয়ে যান নেগ্রেডো আর সঙ্গে সঙ্গে বল জালে জড়িয়ে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন। বার্সা কাদিজের রক্ষণ ভাঙতে পারেনি। আর তাই তো শেষ পর্যন্ত কাদিজের মাঠে ২-১ গোলের ব্যবধানে হারতে হলো বার্সেলোনাকে।

চলতি মৌসুমের ১০ ম্যাচের মধ্যে এটি বার্সেলোনার চতুর্থ হার, ৪টি জয় আর দুটি ড্র’তে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ নম্বরে কাতালান ক্লাবটি। বার্সাকে হারানো কাদিজ ১৮ পয়েন্ট নিয়ে ৫ম স্থানে। ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ, ২০ পয়েন্ট নিয়ে লিগ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের অবস্থান তিনে।

বিজনেস আওয়ার/০৬ ডিসেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

কাদিজের কাছে হারল বার্সেলোনা

পোস্ট হয়েছে : ১১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০

স্পোর্টস ডেস্ক : লা লিগায় নবাগত দল কাদিজের কাছে ২-১ গোলের ব্যবধানে হেরেছে বার্সেলোনা। বিশ্রাম শেষে এই ম্যাচেই স্কোয়াডে ফিরেছিলেন লিওনেল মেসি, তাঁর সঙ্গে আক্রমণভাগে ফিলিপ কুতিনহো, অ্যান্তোনিও গ্রিজম্যান আর মার্টিন ব্র্যাথওয়েট। নিজেদের সেরা একাদশ নিয়েও কাদিজের কাছে হারতে হলো কাতালান ক্লাবটিকে।

ঘরের মাঠে ম্যাচের মাত্র ৮ মিনিটের মাথায় আলভারো হিমিনেজের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় কাদিজ। গোল হজমের পর বেশ আক্রমণাত্মক খেলতে শুরু করে বার্সা। একের পর এক আক্রমণে কাদিজের রক্ষণে ফাটল ধরাতে চেষ্টা করে কিন্তু কাদিজের জমাট বাধা রক্ষণে চিড় ধরাতে পারেনি। এভাবে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বার্সা।

দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে পেড্রো আলকালার আত্মঘাতি গোলে ম্যাচে সমতায় ফেরে বার্সা। ডি বক্সের ভেতর আলবার ক্রস বিপদমুক্র করতে গিয়ে বল নিজেদের জালে জড়িয়ে ফেলেন পেড্রো আলকালা। আর তাতেই ম্যাচে ১-১ গোলে সমতায় বার্সা। তবে খুব বেশি সময় বার্সাকে সমতায় থাকতে দেয়নি কাদিজ। গোল হজমের মাত্র ছয় মিনিট পরে ম্যাচে আবারও লিড নেয় কাদিজ।

এবার গোল করে বার্সার বিপক্ষে কাদিজকে লিড এনে দেন সাবেক রিয়াল মাদ্রিদ খেলোয়াড় আলভারো নেগ্রেডো। টার স্টেগান আর ক্লেমেন্ট লেংলের চরম এক ভুলে বল পেয়ে যান নেগ্রেডো আর সঙ্গে সঙ্গে বল জালে জড়িয়ে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন। বার্সা কাদিজের রক্ষণ ভাঙতে পারেনি। আর তাই তো শেষ পর্যন্ত কাদিজের মাঠে ২-১ গোলের ব্যবধানে হারতে হলো বার্সেলোনাকে।

চলতি মৌসুমের ১০ ম্যাচের মধ্যে এটি বার্সেলোনার চতুর্থ হার, ৪টি জয় আর দুটি ড্র’তে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ নম্বরে কাতালান ক্লাবটি। বার্সাকে হারানো কাদিজ ১৮ পয়েন্ট নিয়ে ৫ম স্থানে। ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ, ২০ পয়েন্ট নিয়ে লিগ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের অবস্থান তিনে।

বিজনেস আওয়ার/০৬ ডিসেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: