স্পোর্টস ডেস্ক : টানা তিন ম্যাচে জয়শূন্য থাকার পর অবশেষে সেভিয়ার মাঠে ১-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। সেভিয়া গোলরক্ষক ইয়াসিন বনুর একমাত্র আত্মঘাতি গোলে জয় পেয়েছে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরু থেকেই সেভিয়ার মাঠ রামোন সানচেজ পিজুয়ানে এক ভিন্ন রিয়ালের দেখা মেলে। শুরুতেই একাধিক গোলে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল লস ব্ল্যাঙ্কোসরা কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের গোল মিসের মহড়ায় তা আর হয়নি।
ম্যাচের প্রথম মিনিটে সেভিয়ার ডি বক্সে বল পেয়ে গোলের বাইরে শট নিয়ে দুর্দান্ত সুযোগ হাতছাড়া করেন ভিনিসিয়াস। ম্যাচের পঞ্চম মিনিটের মাথায় আবারও সুযোগ আসে ভিনিসিয়াসের কাছে তবে এবারেও হাতছাড়া করেন এই তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
খেলার ২১ মিনিটের মাথায় গোলের সুযোগ আসলেও ব্যর্থ হয় রিয়াল। এরপর ৩৮ মিনিটের মাথায় সেভিয়া ডি বক্সে চমৎকার এক শট নেন বেনজেমা তবে এবার বাধা হয়ে দাঁড়ায় ইয়াসিন বনো। তাই তো প্রথমার্ধে আর এগিয়ে যাওয়া হয়নি লস ব্ল্যাঙ্কোসদের।
বিরতি থেকে ফিরেই ম্যাচের ৫৫ মিনিটের মাথায় কাউন্টার অ্যাটাকে ভিনিসিয়াস দারুণ এক শটে বল জালে জড়ানোর চেষ্টা করলে বল ইয়াসিন বনুর গায়ে লেগে গোলপোস্টে ঢুকে পড়ে। আর তাঁর আত্মঘাতি গোলেই রিয়াল ম্যাচে লিগ নেয় ১-০ ব্যবধানে।
ম্যাচের বাকি সময়টা দুই দলই আক্রমণ প্রতি আক্রমণ করে যায় কিন্তু আর কেউই গোলের দেখা পায়নি। তবে দিন শেষে পার্থক্য গড়ে দিয়েছে ইয়াসিন বনুর ওই আত্মঘাতি গোলটিই। আর তাতেই তিন ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে রিয়াল।
এই জয়ে পয়েন্ট তালিকার তিন নম্বরে উঠে এসেছে লস ব্ল্যাঙ্কোসরা। ১১ ম্যাচে ৬টি জয় ২টি ড্র আর ৩ হারে ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রিয়াল। চার পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল সোসিয়েদাদ আর ৬ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ।
বিজনেস আওয়ার/০৬ ডিসেম্বর, ২০২০/এ