ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

লটারির অপেক্ষায় বিপ টেস্টে পাস করা মাশরাফি!

  • পোস্ট হয়েছে : ০২:৩৪ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
  • 44

স্পোর্টস ডেস্ক : বিসিবির একাডেমি মাঠে গত মঙ্গলবার (১ ডিসেম্বর) থেকে অনুশীলন শুরু করেন মাশরাফি বিন মর্তুজা। তারপর থেকে কানা ঘুষা চলছিল, তাহলে কি চলতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলতে যাচ্ছেন মাশরাফি? টুর্নামেন্টের জন্য বাধ্যতামূলক বিপ টেস্ট কি দিতে হবে না মাশরাফির? আদৌ কি সুযোগ পাবেন কোনো দলে?

সব প্রশ্নের উত্তরের আগে যে প্রশ্নের উত্তর জানা দরকার, মাশরাফি সেই বিপ টেস্ট দিয়েছেন রোববার (৬ ডিসেম্বর) সকালে। যেখানে পেয়েছেন সন্তোষজনক স্কোর। ফলে তার আর এই টুর্নামেন্টে খেলতে কোনো বাঁধা রইল না। এখন লটারির মাধ্যমে নির্ধারিত হবে মাশরাফি কোন দলে খেলবেন।

এদিকে মাশরাফির বিপ টেস্টে পাস করার খবর নিশ্চিত করেছেন বিসিবির ট্রেনার তুষার কান্তি বর্মণ বলেন, মাশরাফি আজ বিপ টেস্ট দিয়েছে এবং পাস করেছে। ফিটনেস টেস্টে তার পারফরম্যান্সে আমরা সন্তুষ্ট। মাঠে নেমে ম্যাচ খেলার জন্য তিনি এখন ফিট। যেকোনদিন মাঠে নামতে পারবেন।

এদিকে মাশরাফিকে নেয়ার জন্য এরই মধ্যে তিনটি দল আগ্রহ প্রকাশ করেছে। সবার আগে মাশরাফিকে পাওয়ার আগ্রহ জানিয়েছে ফরচুন বরিশাল। পরে জেমকন খুলনা এবং মিনিস্টার গ্রুপ রাজশাহীও এগিয়ে এসেছে মাশরাফিকে নেয়ার দৌড়ে। ফলে লটারির মাধ্যমেই নির্ধারিত হবে তার দল। আজ-কালের মধ্যেই হয়ে যাবে দল নির্ধারণের এই লটারি।

বিজনেস আওয়ার/০৬ ডিসেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

লটারির অপেক্ষায় বিপ টেস্টে পাস করা মাশরাফি!

পোস্ট হয়েছে : ০২:৩৪ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০

স্পোর্টস ডেস্ক : বিসিবির একাডেমি মাঠে গত মঙ্গলবার (১ ডিসেম্বর) থেকে অনুশীলন শুরু করেন মাশরাফি বিন মর্তুজা। তারপর থেকে কানা ঘুষা চলছিল, তাহলে কি চলতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলতে যাচ্ছেন মাশরাফি? টুর্নামেন্টের জন্য বাধ্যতামূলক বিপ টেস্ট কি দিতে হবে না মাশরাফির? আদৌ কি সুযোগ পাবেন কোনো দলে?

সব প্রশ্নের উত্তরের আগে যে প্রশ্নের উত্তর জানা দরকার, মাশরাফি সেই বিপ টেস্ট দিয়েছেন রোববার (৬ ডিসেম্বর) সকালে। যেখানে পেয়েছেন সন্তোষজনক স্কোর। ফলে তার আর এই টুর্নামেন্টে খেলতে কোনো বাঁধা রইল না। এখন লটারির মাধ্যমে নির্ধারিত হবে মাশরাফি কোন দলে খেলবেন।

এদিকে মাশরাফির বিপ টেস্টে পাস করার খবর নিশ্চিত করেছেন বিসিবির ট্রেনার তুষার কান্তি বর্মণ বলেন, মাশরাফি আজ বিপ টেস্ট দিয়েছে এবং পাস করেছে। ফিটনেস টেস্টে তার পারফরম্যান্সে আমরা সন্তুষ্ট। মাঠে নেমে ম্যাচ খেলার জন্য তিনি এখন ফিট। যেকোনদিন মাঠে নামতে পারবেন।

এদিকে মাশরাফিকে নেয়ার জন্য এরই মধ্যে তিনটি দল আগ্রহ প্রকাশ করেছে। সবার আগে মাশরাফিকে পাওয়ার আগ্রহ জানিয়েছে ফরচুন বরিশাল। পরে জেমকন খুলনা এবং মিনিস্টার গ্রুপ রাজশাহীও এগিয়ে এসেছে মাশরাফিকে নেয়ার দৌড়ে। ফলে লটারির মাধ্যমেই নির্ধারিত হবে তার দল। আজ-কালের মধ্যেই হয়ে যাবে দল নির্ধারণের এই লটারি।

বিজনেস আওয়ার/০৬ ডিসেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: