বিজনেস আওয়ার প্রতিবেদক : রবিবারের মতো সোমবারও (০৭ ডিসেম্বর) বড় উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। আজকের উত্থান নিয়ে শেয়ারবাজারে টানা পাঁচ কার্যদিবস উত্থান হয়েছে। আজ শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একইসাথে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন। তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।
জানা গেছে, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৯.১০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৩.৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮.৮৩ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ১৪.৫৭ পয়েন্ট এবং সিডিএসইসি ৬.১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৫৯.৬৪ পয়েন্ট, ১৭৬৩.২১ এবং ১০২৮.০৮ পয়েন্টে।
ডিএসইতে আজ ৮৪৮ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৪ কোটি ৩২ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৮৪৩ কোটি ৮০ লাখ টাকার।
ডিএসইতে আজ ৩৫৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২৬টির বা ৩৫.৬৯ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৪০টির বা ৩৯.৬৬ শতাংশের এবং ৮৭টি বা ২৪.৬৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৭২.৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৪৯৬.৭৪ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৬৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯৮টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির দর। আজ সিএসইতে ৪৩ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
বিজনেস আওয়ার/০৭ ডিসেম্বর, ২০২০/এস