বিজনেস আওয়ার প্রতিবেদক (টাঙ্গাইল) : টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২ জন। মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের ফ্লাইওভারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
অতিরিক্ত কুয়াশার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপপরিচালক জালাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাস্তায় ঘন কুয়াশার কারণে ঠিকভাবে দেখতে না পেয়ে ট্রাক দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাক দুটির একটি ঢাকামুখী ও অপরটি উত্তরবঙ্গমুখী ছিল। এতে ঘটনাস্থলেই চারজন ও হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।
টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি ট্রাক সদর উপজেলার ঘারিন্দা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন জন মারা যান।
বিজনেস আওয়ার/০৮ ডিসেম্বর, ২০২০/টিএ/এ