বিজনেস আওয়ার প্রতিবেদক (টাঙ্গাইল) : তিন দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট টাঙ্গাইল জেলা শাখা। মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি মীর মসিউল করিম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, উপদেষ্টা নুরুল ইসলাম, সহ-সভাপতি মো. ফজলুল করিম, মো. ইব্রাহিম খলিল, মহিলা বিষয়ক সম্পাদক আলেয়া রহমান, সাংগঠনিক সম্পাদক মো. মোনজুরুল ইসলাম, দপ্তর সম্পাদক আ. সামাদ, কার্যকরী সদস্য মাহবুবুর রহমান সিদ্দিকী মিন্টু, আব্দুল জলিল আকন্দ প্রমুখ।
বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষার গুরত্ব অনুধাবন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিদ্ধস্থ দেশের দূর্বল অর্থনৈতিক অবস্থার মধ্যেও ১৯৭৩ উন্নয়ন এবং সমৃদ্ধির লক্ষ্যে ৩৬ হাজার ১৬৫ টি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকুরী জাতীয়করণ করেছিলেন। পরবর্তীতে বর্তমান প্রধানমন্ত্রী ২০১৩ সালের ৯ জানুয়ারি ২৬ হাজার ১৯৩ টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে শিক্ষকদের সকল প্রাপ্ততা নিশ্চিত করেন। কিন্তু একটি মহল প্রধানমন্ত্রী নির্দেশ ও রাষ্ট্রপতির আদেশ অমান্য করে টাইমস্কেল ও অন্যান্য সুবিধা কর্তন করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। শিক্ষকদের সকল প্রাপ্যতা বহাল রাখার জোড় দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন শিক্ষক নেতারা।
বিজনেস আওয়ার/০৮ ডিসেম্বর, ২০২০/টিএ/এ