ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া

  • পোস্ট হয়েছে : ১২:২৭ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০
  • 42

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টিতে মধুর প্রতিশোধ নিয়েছে ভারত। প্রথম দুটি ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করেছিল অজিরা। তবে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে হেরে যায় ক্যাপ্টেন অ্যারোন ফিঞ্চের দল।

টি-টোয়েন্টিতে হলো ঠিক তার উল্টো। প্রথম দুটি টি-টোয়েন্টি জিতে সিরিজ ছিনিয়ে নিয়েই ভারত হার মানল তৃতীয় ও শেষ ম্যাচে। অস্ট্রেলিয়া ১২ রানে পেল সান্ত্বনার জয়। নিজেদের মাঠে এড়াল হোয়াইটওয়াশ।

সিডনিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ম্যাথু ওয়েড ও গ্লেন ম্যাক্সওয়েলের হাফ-সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া ৫ উইকেটে গড়ে ১৮৬ রানের লড়াকু পুঁজি। ওয়েড সাজঘরে ফেরেন ৮০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে। তার সঙ্গে ম্যাক্সওয়েল যোগ করেন ৫৪ রান।

জবাবে অধিনায়ক বিরাট কোহলির ৮৫ রানের দাপুটে ক্রিকেটীয় ইনিংসও ভারতের হার এড়াতে পারেনি। সফরকারীদের ইনিংস ৭ উইকেটে গুটিয়ে যায় ১৭৪ রানে।

জয়ের লক্ষে ব্যাট করতে নেমে শুরুতেই লোকেশ রাহুলকে হারানোর (শূন্য রানে ১ উইকেট) পর একটা সময় ১০০ রানের মধ্যে ৪ উইকেট খুইয়ে বিপদে পড়লেও বিরাট কোহলির ব্যাটে জয়ের স্বপ্ন দেখছিল ভারত।

সেই স্বপ্নের পালে আরেকটু হাওয়া লাগান সিরিজজুড়ে দুর্দান্ত খেলা হার্দিক পান্ডিয়া।কিন্তু ১৩ বলে ১ চার আর ২ ছক্কায় ২০ রান করা হার্দিক ১৮তম ওভারে ফেরার পর পরের ওভারেই কোহলিও সাজঘরের পথ ধরলে আর তীরে তরী ভেড়াতে পারেনি ভারত।

৬১ বলে ৪ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৮৫ রান করেন কোহলি। এছাড়া ওপেনিংয়ে নেমে শিখর ধাওয়ান করেছিলেন ২১ বলে ২৮ রান। সবমিলিয়ে ভারতের ইনিংস থামে ৭ উইকেটে ১৭৪ রানে।

অজিদের হয়ে বল হাতে মিচেল সোয়েপসনের ম্যাচ সেরা পারফরম্যান্স ভারতের দেখা স্বাগতিকদের হোয়াইটওয়াশ করার স্বপ্ন গুঁড়িয়ে দেয়। ২৩ রানে শিকার করেন তিনি ৩ উইকেট।

বিজনেস আওয়ার/০৯ ডিসেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া

পোস্ট হয়েছে : ১২:২৭ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টিতে মধুর প্রতিশোধ নিয়েছে ভারত। প্রথম দুটি ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করেছিল অজিরা। তবে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে হেরে যায় ক্যাপ্টেন অ্যারোন ফিঞ্চের দল।

টি-টোয়েন্টিতে হলো ঠিক তার উল্টো। প্রথম দুটি টি-টোয়েন্টি জিতে সিরিজ ছিনিয়ে নিয়েই ভারত হার মানল তৃতীয় ও শেষ ম্যাচে। অস্ট্রেলিয়া ১২ রানে পেল সান্ত্বনার জয়। নিজেদের মাঠে এড়াল হোয়াইটওয়াশ।

সিডনিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ম্যাথু ওয়েড ও গ্লেন ম্যাক্সওয়েলের হাফ-সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া ৫ উইকেটে গড়ে ১৮৬ রানের লড়াকু পুঁজি। ওয়েড সাজঘরে ফেরেন ৮০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে। তার সঙ্গে ম্যাক্সওয়েল যোগ করেন ৫৪ রান।

জবাবে অধিনায়ক বিরাট কোহলির ৮৫ রানের দাপুটে ক্রিকেটীয় ইনিংসও ভারতের হার এড়াতে পারেনি। সফরকারীদের ইনিংস ৭ উইকেটে গুটিয়ে যায় ১৭৪ রানে।

জয়ের লক্ষে ব্যাট করতে নেমে শুরুতেই লোকেশ রাহুলকে হারানোর (শূন্য রানে ১ উইকেট) পর একটা সময় ১০০ রানের মধ্যে ৪ উইকেট খুইয়ে বিপদে পড়লেও বিরাট কোহলির ব্যাটে জয়ের স্বপ্ন দেখছিল ভারত।

সেই স্বপ্নের পালে আরেকটু হাওয়া লাগান সিরিজজুড়ে দুর্দান্ত খেলা হার্দিক পান্ডিয়া।কিন্তু ১৩ বলে ১ চার আর ২ ছক্কায় ২০ রান করা হার্দিক ১৮তম ওভারে ফেরার পর পরের ওভারেই কোহলিও সাজঘরের পথ ধরলে আর তীরে তরী ভেড়াতে পারেনি ভারত।

৬১ বলে ৪ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৮৫ রান করেন কোহলি। এছাড়া ওপেনিংয়ে নেমে শিখর ধাওয়ান করেছিলেন ২১ বলে ২৮ রান। সবমিলিয়ে ভারতের ইনিংস থামে ৭ উইকেটে ১৭৪ রানে।

অজিদের হয়ে বল হাতে মিচেল সোয়েপসনের ম্যাচ সেরা পারফরম্যান্স ভারতের দেখা স্বাগতিকদের হোয়াইটওয়াশ করার স্বপ্ন গুঁড়িয়ে দেয়। ২৩ রানে শিকার করেন তিনি ৩ উইকেট।

বিজনেস আওয়ার/০৯ ডিসেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: