ঢাকা , বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মিশা-জায়েদের বিরুদ্ধে হিরো আলমের লিখিত অভিযোগ

  • পোস্ট হয়েছে : ১০:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০
  • 2

বিনোদন ডেস্ক : সঞ্চালক শাহারিয়ার নাজিম জয়ের একটি লাইভ অনুষ্ঠানে হিরো আলমকে কটাক্ষ করে বক্তব্য দেয়ায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়ার পর এবার শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও জায়েদ খানের বিরুদ্ধে চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতিতে লিখিত অভিযোগ এনেছেন হিরো আলম।

সভাপতি বরাবর অভিযোগপত্রে লেখা রয়েছে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি জনাব মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান গণমাধ্যমে আমাকে হেয় প্রতিপন্ন করেছেন। তাঁরা বলেছেন আমি চলচ্চিত্রের কে? এই নামে আমাকে কেউ চেনেও না, জানেও না। তাদের এই বক্তব্যে মানহানির হয়েছে উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন হিরো আলম।

লাইভ অনুষ্ঠানে বিভিন্ন কথা-বার্তার এক পর্যায়ে মিশা সওদাগরকে উদ্দেশ্য করে জয় প্রশ্ন করেন, হিরো আলম চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য কিনা?

প্রশ্নের উত্তরে মিশা বলেন, হ্যাঁ, তিনি সদস্য। আজীবন সদস্য। লাইভে বোঝা যাচ্ছিল মিশা সওদাগর প্রশ্নটি বুঝতে পারেননি। এ সময় জায়েদ খান অপর প্রান্ত থেকে বলে ওঠেন- ‘না না না, ভুল আছে, ভুল আছে। এটা আমাদের আলম ভাই না। হিরো আলমগীর না। ওই যে একটা ছেলে আছে না মিউজিক ভিডিও বানায়, ইউটিউবে ছাড়ে- সেই হিরো আলম।’

এ সময় মিশা বলেন, ‘কোন আলম? কার কথা বলেছে?’ জায়েদ বলেন, ‘হিরো আলম। আমরা কোনো হিরো আলমকে চিনি না। সে আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য না। হিরো আলম নামে কাউকে আমরা চিনি না। আমরা হিরো বুঝি ফারুক, হিরো বুঝি আলমগীর। আলম নামে হিরো একজনই আছেন। তিনি আলমগীর।’

এমন তাচ্ছিল্যের প্রতিবাদে ফেসবুকেই একটি প্রতিবাদ ভিডিও পোস্ট করেছেন হিরো আলম। এতে তিনি বলেছেন, ‘জায়েদ খান ভাই আপনি আমাকে অপমান করে বলেছেন, হিরো আলম নামের কাউকে চেনেন না। আমাকে ইগনোর করে কথাটা বলেছেন না?

আপনি জায়েদ খান একপাশে দাঁড়াবেন আর আমি হিরো আলম আরেক পাশে দাঁড়াবো; দেখি কার জনপ্রিয়তা বেশি। আপনাদের এমন অহংকারী আচরণের জন্য আজ বাংলাদেশ চলচ্চিত্র ধ্বংসের পথে। আর এজন্যই অনেক শিল্পী আপনাদের পছন্দ করেন না।’

উল্লেখ্য, অসংখ্য মিউজিক ভিডিওর পাশাপাশি তিনি দুটি সিনেমাতে কাজ করেছেন। তার অভিনীত প্রথম সিনেমা ‘মার ছক্কা’। দ্বিতীয় সিনেমা ‘সাহসী হিরো আলম’ মুক্তির অপেক্ষায়।

বিজনেস আওয়ার/০৪ জুন, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মিশা-জায়েদের বিরুদ্ধে হিরো আলমের লিখিত অভিযোগ

পোস্ট হয়েছে : ১০:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০

বিনোদন ডেস্ক : সঞ্চালক শাহারিয়ার নাজিম জয়ের একটি লাইভ অনুষ্ঠানে হিরো আলমকে কটাক্ষ করে বক্তব্য দেয়ায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়ার পর এবার শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও জায়েদ খানের বিরুদ্ধে চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতিতে লিখিত অভিযোগ এনেছেন হিরো আলম।

সভাপতি বরাবর অভিযোগপত্রে লেখা রয়েছে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি জনাব মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান গণমাধ্যমে আমাকে হেয় প্রতিপন্ন করেছেন। তাঁরা বলেছেন আমি চলচ্চিত্রের কে? এই নামে আমাকে কেউ চেনেও না, জানেও না। তাদের এই বক্তব্যে মানহানির হয়েছে উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন হিরো আলম।

লাইভ অনুষ্ঠানে বিভিন্ন কথা-বার্তার এক পর্যায়ে মিশা সওদাগরকে উদ্দেশ্য করে জয় প্রশ্ন করেন, হিরো আলম চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য কিনা?

প্রশ্নের উত্তরে মিশা বলেন, হ্যাঁ, তিনি সদস্য। আজীবন সদস্য। লাইভে বোঝা যাচ্ছিল মিশা সওদাগর প্রশ্নটি বুঝতে পারেননি। এ সময় জায়েদ খান অপর প্রান্ত থেকে বলে ওঠেন- ‘না না না, ভুল আছে, ভুল আছে। এটা আমাদের আলম ভাই না। হিরো আলমগীর না। ওই যে একটা ছেলে আছে না মিউজিক ভিডিও বানায়, ইউটিউবে ছাড়ে- সেই হিরো আলম।’

এ সময় মিশা বলেন, ‘কোন আলম? কার কথা বলেছে?’ জায়েদ বলেন, ‘হিরো আলম। আমরা কোনো হিরো আলমকে চিনি না। সে আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য না। হিরো আলম নামে কাউকে আমরা চিনি না। আমরা হিরো বুঝি ফারুক, হিরো বুঝি আলমগীর। আলম নামে হিরো একজনই আছেন। তিনি আলমগীর।’

এমন তাচ্ছিল্যের প্রতিবাদে ফেসবুকেই একটি প্রতিবাদ ভিডিও পোস্ট করেছেন হিরো আলম। এতে তিনি বলেছেন, ‘জায়েদ খান ভাই আপনি আমাকে অপমান করে বলেছেন, হিরো আলম নামের কাউকে চেনেন না। আমাকে ইগনোর করে কথাটা বলেছেন না?

আপনি জায়েদ খান একপাশে দাঁড়াবেন আর আমি হিরো আলম আরেক পাশে দাঁড়াবো; দেখি কার জনপ্রিয়তা বেশি। আপনাদের এমন অহংকারী আচরণের জন্য আজ বাংলাদেশ চলচ্চিত্র ধ্বংসের পথে। আর এজন্যই অনেক শিল্পী আপনাদের পছন্দ করেন না।’

উল্লেখ্য, অসংখ্য মিউজিক ভিডিওর পাশাপাশি তিনি দুটি সিনেমাতে কাজ করেছেন। তার অভিনীত প্রথম সিনেমা ‘মার ছক্কা’। দ্বিতীয় সিনেমা ‘সাহসী হিরো আলম’ মুক্তির অপেক্ষায়।

বিজনেস আওয়ার/০৪ জুন, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: