ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আগে গোল করেও মিতউইলানে হোঁচট খেলো লিভারপুল

  • পোস্ট হয়েছে : ১০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
  • 38

স্পোর্টস ডেস্ক : কিছু বুঝে ওঠার আগেই গোল হজম করে মিতউইলান। ম্যাচের মাত্র ৫৫ সেকেন্ডের মাথায় দুর্দান্ত এক গোল করে লিভারপুলকে এগিয়ে দেন মোহামেদ সালাহ। কিন্তু এমন এক ম্যাচেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারল না অলরেডরা। মিতউইলানের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে লিভারপুল।

বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ‘ডি’গ্রুপের শেষ রাউন্ডের ম্যচে প্রতিপক্ষের মাঠে খেলতে যায় লিভারপুল। তবে আতিথেয়তা নিতে গিয়ে ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যায় অলরেডরা। মোহামেদ সালাহ প্রতিপক্ষের দুর্বল ব্যাক-পাসে বল পেয়ে ডি-বক্সে ঢুকে এগিয়ে আসা গোলরক্ষককে ফাঁকি দিয়ে গোলটি করেন।

তবে এই গোলের পরই যেন দিক হারিয়ে ফেলে লিভারপুল। আক্রমণ চালালেও প্রতিপক্ষের রক্ষণে আর টিকছিল না। উল্টো দ্বিতীয়ার্ধে ৬২তম মিনিটে সফল স্পট কিকে সমতা ফেরান স্বাগতিকদের আলেকসান্দের শোলজ। আন্দের্স দ্রায়েরকে লিভারপুলের গোলরক্ষক কুইভিন কেলেহার ফাউল করলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

এ ম্যাচে ড্র হলেও অবশ্য বড় কোনো ক্ষতি হয়নি লিভারপুলের। আগেই শেষ ষোল নিশ্চিত ছিল। ড্রয়ের পরও চ্যাম্পিয়ন্স লিগের ‘ডি’ গ্রুপে সবার ওপরে থেকেই পরের রাউন্ডে গেছে রেডরা। চ্যাম্পিয়ন্স লিগে ছয় ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করল লিভারপুল। তিন জয় ও দুই ড্রয়ে আতালান্তার পয়েন্ট ১১।

বিজনেস আওয়ার/১০ ডিসেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আগে গোল করেও মিতউইলানে হোঁচট খেলো লিভারপুল

পোস্ট হয়েছে : ১০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০

স্পোর্টস ডেস্ক : কিছু বুঝে ওঠার আগেই গোল হজম করে মিতউইলান। ম্যাচের মাত্র ৫৫ সেকেন্ডের মাথায় দুর্দান্ত এক গোল করে লিভারপুলকে এগিয়ে দেন মোহামেদ সালাহ। কিন্তু এমন এক ম্যাচেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারল না অলরেডরা। মিতউইলানের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে লিভারপুল।

বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ‘ডি’গ্রুপের শেষ রাউন্ডের ম্যচে প্রতিপক্ষের মাঠে খেলতে যায় লিভারপুল। তবে আতিথেয়তা নিতে গিয়ে ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যায় অলরেডরা। মোহামেদ সালাহ প্রতিপক্ষের দুর্বল ব্যাক-পাসে বল পেয়ে ডি-বক্সে ঢুকে এগিয়ে আসা গোলরক্ষককে ফাঁকি দিয়ে গোলটি করেন।

তবে এই গোলের পরই যেন দিক হারিয়ে ফেলে লিভারপুল। আক্রমণ চালালেও প্রতিপক্ষের রক্ষণে আর টিকছিল না। উল্টো দ্বিতীয়ার্ধে ৬২তম মিনিটে সফল স্পট কিকে সমতা ফেরান স্বাগতিকদের আলেকসান্দের শোলজ। আন্দের্স দ্রায়েরকে লিভারপুলের গোলরক্ষক কুইভিন কেলেহার ফাউল করলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

এ ম্যাচে ড্র হলেও অবশ্য বড় কোনো ক্ষতি হয়নি লিভারপুলের। আগেই শেষ ষোল নিশ্চিত ছিল। ড্রয়ের পরও চ্যাম্পিয়ন্স লিগের ‘ডি’ গ্রুপে সবার ওপরে থেকেই পরের রাউন্ডে গেছে রেডরা। চ্যাম্পিয়ন্স লিগে ছয় ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করল লিভারপুল। তিন জয় ও দুই ড্রয়ে আতালান্তার পয়েন্ট ১১।

বিজনেস আওয়ার/১০ ডিসেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: