ঢাকা , সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মাদ্রিদ ডার্বি জিতল রিয়াল মাদ্রিদ

  • পোস্ট হয়েছে : ১১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০
  • 30

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে মাদ্রিদ ডার্বি জিতে নিল রিয়াল মাদ্রিদ। দুর্দান্তভাবে ফর্মে ফেরা ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা লা লিগায় মৌসুমের প্রথম হার উপহার দিয়েছে অ্যাতলেটিকোকে।

ম্যাচের শুরু থেকেই মধ্যমাঠের নিয়ন্ত্রণে লুকা মদ্রিচ-ক্যাসেমিরো-টনি ক্রুস। গোটা ম্যাচ জুড়েও দেখা গেছে এই একই চিত্র। মধ্যমাঠ দখলে রাখা রিয়ালের খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি ঘরের মাঠে লিড নিতে।

খেলার ১৫ মিনিটের মাথায় টনি ক্রুসের কর্নার কিক থেকে নিজের মার্কারকে ফাঁকি দিয়ে লাফিয়ে উঠে হেড করে বল জালে জড়ান ক্যাসেমিরো। আর আলফ্রেড ডি স্টেফানোতে রিয়াল এগিয়ে যায় ১-০ ব্যবধানে।

ক্যাসেমিরোর গোলে এগিয়ে যাওয়ার পরও মধ্যমাঠের নিয়ন্ত্রণ হাতছাড়া করেনি জিদানের দল। বরং বল দখলে রেখে একের পর এক আক্রমণ করে গেছে অ্যাটলেটির রক্ষণে। তবে প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০’তে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।

বিরতি থেকে ফিরেই সমতায় ফেরার সহজ সুযোগ পায় অ্যাটলেটি, তবে থমাস লেমার বল জালে জড়াতে ব্যর্থ হলে গোল পরিশোধ করা হয়নি সিমিওনের দলের।

এমন সহজ সুযোগ হাতছাড়া করার পর উল্টো ম্যাচের ৬৩ মিনিটে জান অবলাক আত্মঘাতি গোল করে রিয়ালকে ২-০ গোলের লিড উপহার দেন। যদিও তাতে অবলাকের ভুলের থেকে দানি কার্ভাহালের কৃতিত্বটাই বেশি।

ম্যাচের বাকি সময়টাও অ্যাটলেটিকোর রক্ষণে বেশ কয়েকবার হানা দেয় রিয়াল তবে আর কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়তে হয় বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে। এই জয়ে পয়েন্ট টেবিলে তিনে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ।

১২ ম্যাচে ৭ জয়, দুই ড্র আর তিন হারে রিয়ালের পয়েন্ট ২৩, অন্যদিকে ১১ ম্যাচে ৮ জয়, দুই ড্র আর এক হারে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ।

বিজনেস আওয়ার/১৩ ডিসেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মাদ্রিদ ডার্বি জিতল রিয়াল মাদ্রিদ

পোস্ট হয়েছে : ১১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে মাদ্রিদ ডার্বি জিতে নিল রিয়াল মাদ্রিদ। দুর্দান্তভাবে ফর্মে ফেরা ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা লা লিগায় মৌসুমের প্রথম হার উপহার দিয়েছে অ্যাতলেটিকোকে।

ম্যাচের শুরু থেকেই মধ্যমাঠের নিয়ন্ত্রণে লুকা মদ্রিচ-ক্যাসেমিরো-টনি ক্রুস। গোটা ম্যাচ জুড়েও দেখা গেছে এই একই চিত্র। মধ্যমাঠ দখলে রাখা রিয়ালের খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি ঘরের মাঠে লিড নিতে।

খেলার ১৫ মিনিটের মাথায় টনি ক্রুসের কর্নার কিক থেকে নিজের মার্কারকে ফাঁকি দিয়ে লাফিয়ে উঠে হেড করে বল জালে জড়ান ক্যাসেমিরো। আর আলফ্রেড ডি স্টেফানোতে রিয়াল এগিয়ে যায় ১-০ ব্যবধানে।

ক্যাসেমিরোর গোলে এগিয়ে যাওয়ার পরও মধ্যমাঠের নিয়ন্ত্রণ হাতছাড়া করেনি জিদানের দল। বরং বল দখলে রেখে একের পর এক আক্রমণ করে গেছে অ্যাটলেটির রক্ষণে। তবে প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০’তে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।

বিরতি থেকে ফিরেই সমতায় ফেরার সহজ সুযোগ পায় অ্যাটলেটি, তবে থমাস লেমার বল জালে জড়াতে ব্যর্থ হলে গোল পরিশোধ করা হয়নি সিমিওনের দলের।

এমন সহজ সুযোগ হাতছাড়া করার পর উল্টো ম্যাচের ৬৩ মিনিটে জান অবলাক আত্মঘাতি গোল করে রিয়ালকে ২-০ গোলের লিড উপহার দেন। যদিও তাতে অবলাকের ভুলের থেকে দানি কার্ভাহালের কৃতিত্বটাই বেশি।

ম্যাচের বাকি সময়টাও অ্যাটলেটিকোর রক্ষণে বেশ কয়েকবার হানা দেয় রিয়াল তবে আর কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়তে হয় বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে। এই জয়ে পয়েন্ট টেবিলে তিনে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ।

১২ ম্যাচে ৭ জয়, দুই ড্র আর তিন হারে রিয়ালের পয়েন্ট ২৩, অন্যদিকে ১১ ম্যাচে ৮ জয়, দুই ড্র আর এক হারে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ।

বিজনেস আওয়ার/১৩ ডিসেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: