ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মধ্যরাতে ঢাকা ছেড়েছেন সাকিব

  • পোস্ট হয়েছে : ১১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
  • 44

স্পোর্টস ডেস্ক : অসুস্থ্য শ্বশুরের পাশে থাকতে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল না খেলেই যুক্তরাষ্ট্র চলে গেলেন সাকিব আল হাসান। মঙ্গলবার দিবাগত রাত ১টায় এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন সাকিব।

সোমবার রাতে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামকে ৪৭ রানে হারিয়ে ফাইনালে উঠে গেছে জেমকন খুলনা। ব্যাট হাতে৮০ রান করে জহুরুল ইসলাম ও বল হাতে ৩৫ রানে ৫ উইকেট নিয়ে মাশরাফি।

তবে অবদান ছিল সাকিব আল হাসানেরও। ব্যাটিংয়ে ১৫ বলে ২৮ রান করার পর বল হাতেও নিয়েছিলেন ১ উইকেট। কিন্তু ম্যাচ শেষ করে হোটেলে ফেরার সময় এ আনন্দ আর বেশিক্ষণ টেকেনি সাকিবের।

জানতে পেরেছেন, গুরুতর অসুস্থ রয়েছেন যুক্তরাষ্ট্রে অবস্থানরত তার শ্বশুর। তাই শ্বশুরের অসুস্থতাজনিত কারণে ফাইনাল ম্যাচের আগে দিয়ে সাকিবকেও যেতে হচ্ছে সেখানে। সে লক্ষ্যে সোমবার রাতেই টিম হোটেল ছেড়ে যান তিনি।

জেমকন খুলনার টিম ম্যানেজার নাফিস ইকবাল নিশ্চিত করে ভিডিওবার্তায় তিনি বলেন, আসসালামু আলাইকুম সবাইকে। সোমবার রাতে সাকিবকে হোটেল ছেড়ে চলে যেতে হয়েছে।

নাফিস আরও যোগ করেন,সাকিবের শ্বশুর অনেকদিন ধরে অসুস্থ এবং কালকে সাকিব এটা জানতে পেরেছে তিনি এখন ক্রিটিক্যাল অবস্থায় আছেন। যেহেতু পরিবার সবসময় সবার আগে এবং জেমকন খুলনা সবসময় এটাকে এগিয়ে রাখে।

তাই আমাদের (জেমকন খুলনা) দিক থেকে ছাড়পত্র দিতে সমস্যা ছিল না। সাকিব কালকে রাত্রে হোটেল ছেড়েছে। আজকে (মঙ্গলবার) ওর ফ্লাইট। আমাদের দোয়া থাকবে সাকিব ও তার পরিবারের জন্য।

বিজনেস আওয়ার/১৬ ডিসেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মধ্যরাতে ঢাকা ছেড়েছেন সাকিব

পোস্ট হয়েছে : ১১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০

স্পোর্টস ডেস্ক : অসুস্থ্য শ্বশুরের পাশে থাকতে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল না খেলেই যুক্তরাষ্ট্র চলে গেলেন সাকিব আল হাসান। মঙ্গলবার দিবাগত রাত ১টায় এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন সাকিব।

সোমবার রাতে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামকে ৪৭ রানে হারিয়ে ফাইনালে উঠে গেছে জেমকন খুলনা। ব্যাট হাতে৮০ রান করে জহুরুল ইসলাম ও বল হাতে ৩৫ রানে ৫ উইকেট নিয়ে মাশরাফি।

তবে অবদান ছিল সাকিব আল হাসানেরও। ব্যাটিংয়ে ১৫ বলে ২৮ রান করার পর বল হাতেও নিয়েছিলেন ১ উইকেট। কিন্তু ম্যাচ শেষ করে হোটেলে ফেরার সময় এ আনন্দ আর বেশিক্ষণ টেকেনি সাকিবের।

জানতে পেরেছেন, গুরুতর অসুস্থ রয়েছেন যুক্তরাষ্ট্রে অবস্থানরত তার শ্বশুর। তাই শ্বশুরের অসুস্থতাজনিত কারণে ফাইনাল ম্যাচের আগে দিয়ে সাকিবকেও যেতে হচ্ছে সেখানে। সে লক্ষ্যে সোমবার রাতেই টিম হোটেল ছেড়ে যান তিনি।

জেমকন খুলনার টিম ম্যানেজার নাফিস ইকবাল নিশ্চিত করে ভিডিওবার্তায় তিনি বলেন, আসসালামু আলাইকুম সবাইকে। সোমবার রাতে সাকিবকে হোটেল ছেড়ে চলে যেতে হয়েছে।

নাফিস আরও যোগ করেন,সাকিবের শ্বশুর অনেকদিন ধরে অসুস্থ এবং কালকে সাকিব এটা জানতে পেরেছে তিনি এখন ক্রিটিক্যাল অবস্থায় আছেন। যেহেতু পরিবার সবসময় সবার আগে এবং জেমকন খুলনা সবসময় এটাকে এগিয়ে রাখে।

তাই আমাদের (জেমকন খুলনা) দিক থেকে ছাড়পত্র দিতে সমস্যা ছিল না। সাকিব কালকে রাত্রে হোটেল ছেড়েছে। আজকে (মঙ্গলবার) ওর ফ্লাইট। আমাদের দোয়া থাকবে সাকিব ও তার পরিবারের জন্য।

বিজনেস আওয়ার/১৬ ডিসেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: