ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ফিফার বর্ষসেরা লেভানদোভস্কি

  • পোস্ট হয়েছে : ১০:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০
  • 70

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে হটিয়ে ফিফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন য়ার্ন মিউনিখের স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ফিফার সদর দফতরে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

সব প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে ৪৭ ম্যাচে ৫৫ গোল করে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন লেভানদোভস্কি। ওই মৌসুমে বায়ার্নের এই স্ট্রাইকার ষষ্ঠ চ্যাম্পিয়ন্স লিগ জয়ে দারুণ ভূমিকা রেখেছিলেন। সেই আসরে সর্বোচ্চ ১৫টি গোল করেন তিনি। এমনকি বুন্দেসলিগা ও জার্মান কাপ জয়েও বড় অবদান ছিল তার।

উল্লেখ্য, বর্ষসেরা ফুটবলারে রেকর্ড ছয়বার নির্বাচিত হয়েছেন বার্সেলোনা ও আর্জেন্টিনার মেসি। আর রোনালদো জিতেছেন দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার। ২০০৮ থেকে ২০১৭ পর্যন্ত এই দুই জনের বাইরে আর কেউই বর্ষসেরার পুরস্কার জিততে পারেননি। তবে ২০১৮ সালের সেরা হন রিয়াল মাদ্রিদ ও ক্রোয়োশিয়ার লুকা মদ্রিচ।

এদিকে বায়ার্ন মিউনিখের কোচ হান্স ফ্লিক ও লিডস ইউনাইটেডের কোচ মার্সেলো বিয়েলসাকে পিছনে ফেলে ফিফা বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ। টানা দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জিতলেন তিনি। ২০১৮-১৯ মৌসুমে লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এনে দেওয়া ক্লপ গত মৌসুমে জিতেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ।

বিজনেস আওয়ার/১৮ ডিসেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ফিফার বর্ষসেরা লেভানদোভস্কি

পোস্ট হয়েছে : ১০:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে হটিয়ে ফিফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন য়ার্ন মিউনিখের স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ফিফার সদর দফতরে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

সব প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে ৪৭ ম্যাচে ৫৫ গোল করে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন লেভানদোভস্কি। ওই মৌসুমে বায়ার্নের এই স্ট্রাইকার ষষ্ঠ চ্যাম্পিয়ন্স লিগ জয়ে দারুণ ভূমিকা রেখেছিলেন। সেই আসরে সর্বোচ্চ ১৫টি গোল করেন তিনি। এমনকি বুন্দেসলিগা ও জার্মান কাপ জয়েও বড় অবদান ছিল তার।

উল্লেখ্য, বর্ষসেরা ফুটবলারে রেকর্ড ছয়বার নির্বাচিত হয়েছেন বার্সেলোনা ও আর্জেন্টিনার মেসি। আর রোনালদো জিতেছেন দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার। ২০০৮ থেকে ২০১৭ পর্যন্ত এই দুই জনের বাইরে আর কেউই বর্ষসেরার পুরস্কার জিততে পারেননি। তবে ২০১৮ সালের সেরা হন রিয়াল মাদ্রিদ ও ক্রোয়োশিয়ার লুকা মদ্রিচ।

এদিকে বায়ার্ন মিউনিখের কোচ হান্স ফ্লিক ও লিডস ইউনাইটেডের কোচ মার্সেলো বিয়েলসাকে পিছনে ফেলে ফিফা বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ। টানা দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জিতলেন তিনি। ২০১৮-১৯ মৌসুমে লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এনে দেওয়া ক্লপ গত মৌসুমে জিতেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ।

বিজনেস আওয়ার/১৮ ডিসেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: