বিজনেস আওয়ার প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (১৩-১৭ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১৫টির বা ৩১.৫১ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েদছে। এরমধ্যে সবচেয়ে বেশি শেয়ার দর বেড়েছে জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল ডিভাইসের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে জেএমআই সিরিঞ্জের শেয়ার দর ছিল ২৮২ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৩৪৬.৯০ টাকায়। অর্থাৎ সপ্তাহটিতে কোম্পানিটির শেয়ার দর ৬৪.৯০ টাকা বা ২৩.০১ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে জেএমআই সিরিঞ্জ ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- সোনালি আশেঁর ২১.৯২ শতাংশ, ডমিনেজ স্টিলের ১৮.৬৬ শতাংশ, এসএস স্টিলের ১৬.৭৮ শতাংশ, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ১৬.০৮ শতাংশ, সিএপিএম আইবিবিএল ফান্ডের ১৪.৬৩ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ১২.৫০ শতাংশ, মোজাফ্ফর হোসাইন স্পিনিংয়ের ১১.৭২ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টের ১০.৫৭ শতাংশ ও এমআই সিমেন্টের ১০.৫০ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আওয়ার/১৯ ডিসেম্বর, ২০২০/এস