ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

এভারটনের বিপক্ষেও হারল আর্সেনাল

  • পোস্ট হয়েছে : ১২:৪০ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
  • 41

স্পোর্টস ডেস্ক : আবারও হারলো আর্সেনাল। টানা সাত ম্যাচে প্রিমিয়ার লিগে জয়ের দেখা নেই আর্সেনালের। এ যেন হারের বৃত্তে অনন্তকালের জন্য হারিয়ে গেছে আর্সেনাল। এভারটনের কাছে গুডিসন পার্কে ২-১ গোলের ব্যবধানে হারটা শেষ সাত ম্যাচের ষষ্ঠ, যার মধ্যে আছে একটি মাত্র ড্র।

গেল নভেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে প্রিমিয়ার লিগে সর্বশেষ জয় পেয়েছিল আর্সেনাল। এরপর আরও সাতটি ম্যাচ খেললেও জয়ের দেখা পায়নি গানার্সরা, যার ভেতর ছয়টিতে হার আর মাত্র একটিতেই ড্র করতে পেরেছে তারা।

চোটের কারণে ফরোয়ার্ড পিয়েরে এমেরিক অবামেয়াংকে এই ম্যাচে পায়নি আর্সেনাল। অধিনায়কের অভাব ম্যাচজুড়ে অনুভব করেছে তারা। ২২তম মিনিটে রব হোল্ডিংয়ের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে আর্সেনাল। ডি-বক্সে ডমিনিক ক্যালভার্ট-লুইনের হেড আর্সেনাল ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ায়।

প্রথমার্ধে সেভাবে সুযোগ তৈরি করতে পারছিল না মিকেল আর্তেতার দল। ৩৫তম মিনিটে স্পট কিকে সমতা টানেন পেপে। প্রতিপক্ষের ডি-বক্সে এইন্সলে মেইটল্যান্ড-নাইলস ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

৪৪তম মিনিটে ক্যালভার্ট-লুইনের জোরালো শট এক হাতে কর্নারের বিনিময়ে ফেরান গোলরক্ষক বার্নাড লেনো। কর্নারেই কাছ থেকে হেডে আবার এভারটনকে এগিয়ে নেন মিনা। লেনো ফেরানোর চেষ্টা করেছিলেন, বল তার হাত ছুঁয়ে জালে জড়ায়। আর তাতেই ২-১ গোলের জয় নিশ্চিত এভারটনের।

১৪ ম্যাচে আট জয় ও দুই ড্রয়ে এভারটনের পয়েন্ট হলো ২৬। ১৪ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে আছে আর্সেনাল। আর সমান ম্যাচে ৯ জয় আর ৪টি ড্রতে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।

বিজনেস আওয়ার/২০ ডিসেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

এভারটনের বিপক্ষেও হারল আর্সেনাল

পোস্ট হয়েছে : ১২:৪০ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০

স্পোর্টস ডেস্ক : আবারও হারলো আর্সেনাল। টানা সাত ম্যাচে প্রিমিয়ার লিগে জয়ের দেখা নেই আর্সেনালের। এ যেন হারের বৃত্তে অনন্তকালের জন্য হারিয়ে গেছে আর্সেনাল। এভারটনের কাছে গুডিসন পার্কে ২-১ গোলের ব্যবধানে হারটা শেষ সাত ম্যাচের ষষ্ঠ, যার মধ্যে আছে একটি মাত্র ড্র।

গেল নভেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে প্রিমিয়ার লিগে সর্বশেষ জয় পেয়েছিল আর্সেনাল। এরপর আরও সাতটি ম্যাচ খেললেও জয়ের দেখা পায়নি গানার্সরা, যার ভেতর ছয়টিতে হার আর মাত্র একটিতেই ড্র করতে পেরেছে তারা।

চোটের কারণে ফরোয়ার্ড পিয়েরে এমেরিক অবামেয়াংকে এই ম্যাচে পায়নি আর্সেনাল। অধিনায়কের অভাব ম্যাচজুড়ে অনুভব করেছে তারা। ২২তম মিনিটে রব হোল্ডিংয়ের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে আর্সেনাল। ডি-বক্সে ডমিনিক ক্যালভার্ট-লুইনের হেড আর্সেনাল ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ায়।

প্রথমার্ধে সেভাবে সুযোগ তৈরি করতে পারছিল না মিকেল আর্তেতার দল। ৩৫তম মিনিটে স্পট কিকে সমতা টানেন পেপে। প্রতিপক্ষের ডি-বক্সে এইন্সলে মেইটল্যান্ড-নাইলস ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

৪৪তম মিনিটে ক্যালভার্ট-লুইনের জোরালো শট এক হাতে কর্নারের বিনিময়ে ফেরান গোলরক্ষক বার্নাড লেনো। কর্নারেই কাছ থেকে হেডে আবার এভারটনকে এগিয়ে নেন মিনা। লেনো ফেরানোর চেষ্টা করেছিলেন, বল তার হাত ছুঁয়ে জালে জড়ায়। আর তাতেই ২-১ গোলের জয় নিশ্চিত এভারটনের।

১৪ ম্যাচে আট জয় ও দুই ড্রয়ে এভারটনের পয়েন্ট হলো ২৬। ১৪ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে আছে আর্সেনাল। আর সমান ম্যাচে ৯ জয় আর ৪টি ড্রতে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।

বিজনেস আওয়ার/২০ ডিসেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: