ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড জিতলেন রোনালদো

  • পোস্ট হয়েছে : ১১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
  • 45

স্পোর্টস ডেস্ক : এখন পর্যন্ত লিওনেল মেসি ছয় ব্যালন ডি অর জিতেছেন। আর পাঁচটি জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এবারে রোনালদো এমন একটি পুরস্কার জিতলেন যা এখন পর্যন্ত ছুঁয়ে দেখা হয়নি মেসির। ২০২০ সালের গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড জিতলেন জুভেন্টাসের পর্তুগিজ এই মহাতারকা।

২০০৩ সালে এই অ্যাওয়ার্ড প্রদানের প্রচলন শুরু হয়। এই অ্যাওয়ার্ড জয়ের শর্ত হচ্ছে বর্তমানে খেলতে থাকা ২৮ বছরের বেশি বয়সী খেলোয়াড় হতে হবে। আর এই বয়সীদের মধ্যে সেরাকেই এই পুরস্কার প্রদান করা হবে। শর্ত আছে আরও একটি, জীবনে একবারই একজন খেলোয়াড় এই পুরস্কার জিততে পারবেন।

অতীতে রবার্তো বাজ্জিও, আলেসসান্দ্রো দেল পিয়েরো এবং রোনালদিনহোর মতো কিংবদন্তিরা এই পুরস্কার জিতেছেন। এবার তাদের পাশে নাম লেখালেন ক্রিস্টিয়ানো রোনালদোও। রোববার (২০ ডিসেম্বর) ক্রিস্টিয়ানো রোনালদো এই পুরস্কার গ্রহণ করেন।

নিয়মানুযায়ী ক্রিস্টিয়ানো রোনালদোর পায়ের ছাপ থেকে একটি সোনার আকৃতি বানিয়ে সম্মাননা জানানো হয়। রোনালদোর গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড জয়ে আসলে ছিল না কোনো চমক কেননা গত মৌসুম থেকে শুরু করে চলতি মৌসুমেও জুভেন্টাসের হয়ে দুর্দান্ত পারফর্ম করে আসছিলেন।

বিজনেস আওয়ার/২২ ডিসেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড জিতলেন রোনালদো

পোস্ট হয়েছে : ১১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০

স্পোর্টস ডেস্ক : এখন পর্যন্ত লিওনেল মেসি ছয় ব্যালন ডি অর জিতেছেন। আর পাঁচটি জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এবারে রোনালদো এমন একটি পুরস্কার জিতলেন যা এখন পর্যন্ত ছুঁয়ে দেখা হয়নি মেসির। ২০২০ সালের গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড জিতলেন জুভেন্টাসের পর্তুগিজ এই মহাতারকা।

২০০৩ সালে এই অ্যাওয়ার্ড প্রদানের প্রচলন শুরু হয়। এই অ্যাওয়ার্ড জয়ের শর্ত হচ্ছে বর্তমানে খেলতে থাকা ২৮ বছরের বেশি বয়সী খেলোয়াড় হতে হবে। আর এই বয়সীদের মধ্যে সেরাকেই এই পুরস্কার প্রদান করা হবে। শর্ত আছে আরও একটি, জীবনে একবারই একজন খেলোয়াড় এই পুরস্কার জিততে পারবেন।

অতীতে রবার্তো বাজ্জিও, আলেসসান্দ্রো দেল পিয়েরো এবং রোনালদিনহোর মতো কিংবদন্তিরা এই পুরস্কার জিতেছেন। এবার তাদের পাশে নাম লেখালেন ক্রিস্টিয়ানো রোনালদোও। রোববার (২০ ডিসেম্বর) ক্রিস্টিয়ানো রোনালদো এই পুরস্কার গ্রহণ করেন।

নিয়মানুযায়ী ক্রিস্টিয়ানো রোনালদোর পায়ের ছাপ থেকে একটি সোনার আকৃতি বানিয়ে সম্মাননা জানানো হয়। রোনালদোর গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড জয়ে আসলে ছিল না কোনো চমক কেননা গত মৌসুম থেকে শুরু করে চলতি মৌসুমেও জুভেন্টাসের হয়ে দুর্দান্ত পারফর্ম করে আসছিলেন।

বিজনেস আওয়ার/২২ ডিসেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: