ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

তোপের মুখে পড়তে পারেন সৌরভ!

  • পোস্ট হয়েছে : ০১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
  • 45

বিনোদন ডেস্ক : অস্ট্রেলিয়া সফরে টিম কোহলির অবস্থা করুণ। তার ওপর আবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও রয়েছে চরম অস্বস্তিতে। অবশ্য এই অস্বস্তি দলের পারফরম্যান্সের চেয়ে বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলীকে নিয়েই বেশি! আসন্ন বার্ষিক সভায় তাই সস্যদের তোপের মুখে পড়তে পারেন সাবেক এই অধিনায়ক।

মূলত বোর্ডের সভাপতি হয়েও বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে বিজ্ঞাপনী চুক্তি করাতেই নাখোশ বোর্ডের বাকি সদস্যরা। এতে করে কনফ্লিক্ট অব ইন্টারেস্টের বিষয়টি-ই ধেয়ে আসছে সৌরভের সামনে। তার ওপর তাদের আরও আপত্তির কারণ, সৌরভ এমন সব বিজ্ঞাপনেই নাম জড়িয়েছেন, যারা বোর্ডের চুক্তিবদ্ধ বিজ্ঞাপনী সংস্থার তীব্র প্রতিদ্বন্দ্বী!

যেমন একটি ফ্যান্টাসি গেমিং অ্যাপ আইপিলের টাইটেল স্পন্সর হওয়ার পরেও সৌরভ তাদেরই প্রতিপক্ষ ব্র্যান্ডের সঙ্গে নিজেকে জড়িয়েছেন! যা নিয়ে বোর্ডের ভেতরে তীব্র অসন্তোষ জমা হয়েছে। ফলে অনেক প্রশ্নের মুখোমুখি হতে পারেন বিসিসিআই সভাপতি। এর মধ্যে বড় প্রশ্নটি হলো-

সভাপতি হয়েও তিনি বোর্ডের বা তার প্রতিপক্ষ বিজ্ঞাপনী সংস্থা থেকে অর্থ উপার্জন করতে পারেন কিনা। যার গঠনতান্ত্রিক বৈধতা নিয়ে প্রশ্ন করা হবে তাকে। এসব ইস্যু উত্থাপন হতে পারে ২৪ ডিসেম্বরের বার্ষিক সভায়। এমনই তথ্যই জানাচ্ছে, দেশটির প্রভাবশালী গণমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া।

বিজনেস আওয়ার/২২ ডিসেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

তোপের মুখে পড়তে পারেন সৌরভ!

পোস্ট হয়েছে : ০১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০

বিনোদন ডেস্ক : অস্ট্রেলিয়া সফরে টিম কোহলির অবস্থা করুণ। তার ওপর আবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও রয়েছে চরম অস্বস্তিতে। অবশ্য এই অস্বস্তি দলের পারফরম্যান্সের চেয়ে বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলীকে নিয়েই বেশি! আসন্ন বার্ষিক সভায় তাই সস্যদের তোপের মুখে পড়তে পারেন সাবেক এই অধিনায়ক।

মূলত বোর্ডের সভাপতি হয়েও বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে বিজ্ঞাপনী চুক্তি করাতেই নাখোশ বোর্ডের বাকি সদস্যরা। এতে করে কনফ্লিক্ট অব ইন্টারেস্টের বিষয়টি-ই ধেয়ে আসছে সৌরভের সামনে। তার ওপর তাদের আরও আপত্তির কারণ, সৌরভ এমন সব বিজ্ঞাপনেই নাম জড়িয়েছেন, যারা বোর্ডের চুক্তিবদ্ধ বিজ্ঞাপনী সংস্থার তীব্র প্রতিদ্বন্দ্বী!

যেমন একটি ফ্যান্টাসি গেমিং অ্যাপ আইপিলের টাইটেল স্পন্সর হওয়ার পরেও সৌরভ তাদেরই প্রতিপক্ষ ব্র্যান্ডের সঙ্গে নিজেকে জড়িয়েছেন! যা নিয়ে বোর্ডের ভেতরে তীব্র অসন্তোষ জমা হয়েছে। ফলে অনেক প্রশ্নের মুখোমুখি হতে পারেন বিসিসিআই সভাপতি। এর মধ্যে বড় প্রশ্নটি হলো-

সভাপতি হয়েও তিনি বোর্ডের বা তার প্রতিপক্ষ বিজ্ঞাপনী সংস্থা থেকে অর্থ উপার্জন করতে পারেন কিনা। যার গঠনতান্ত্রিক বৈধতা নিয়ে প্রশ্ন করা হবে তাকে। এসব ইস্যু উত্থাপন হতে পারে ২৪ ডিসেম্বরের বার্ষিক সভায়। এমনই তথ্যই জানাচ্ছে, দেশটির প্রভাবশালী গণমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া।

বিজনেস আওয়ার/২২ ডিসেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: