বিজনেস আওয়ার প্রতিবেদক: মঙ্গলবার (২২ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৫৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ১ কোটি ২৯ লাখ ৫৬ হাজার ১৫৮টি শেয়ার ৫৯ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৫৩ কোটি ২৯ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২৫ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে ইফাদ অটোসের। দ্বিতীয় সর্বোচ্চ ৭ কোটি ৯৯ লাখ ৬৫ হাজার টাকার বেক্সিমকো ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ ৩ কোটি ৮৮ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের।
এছাড়া আমান কটনের ৫৩ লাখ ৪৫ হাজার টাকার, একমি ল্যাবরেটরিজের ৩৬ কোটি ৩১ লাখ টাকার, অ্যাডভেন্ট ফার্মার ১০ লাখ ৩৫ হাজার টাকার, অগ্নি সিস্টেমসের ৯ লাখ ৩ হাজার টাকার, বারাকা পাওয়ারের ২৯ লাখ ৪৯ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ২৫ লাখ ১০ হাজার টাকার, বেক্সিমকোর ২৭ লাখ ৯৩ হাজার টাকার, বিএসআরএম লিমিটেডের ৩৫ লাখ ২৯ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ৬ লাখ ৭২ হাজার টাকার, ডিবিএইচের ৪৮ লাখ ৭১ হাজার টাকার, ড্রাগন সোয়েটারের ২ কোটি ৬২ লাখ ৯৪ হাজার টাকার, জেএমআই সিরিঞ্জের ২১ লাখ ১৭ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৫ লাখ ২০ হাজার টাকার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৭ লাখ ১১ হাজার টাকার, এনসিসি ব্যাংকের ৪৬ লাখ ৪৪ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৫২ লাখ ২০ হাাজর টাকার, পিপলস ইন্স্যুরেন্সের ৫ লাখ ৮৮ হাজার টাকার, প্রাইম ইন্স্যুরেন্সের ২ কোটি ৮৫ লাখ ১২ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ১০ লাখ ২২ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ৬ লাখ ৭০ হাজার টাকার, রহিম টেক্সটাইলের ৫ লাখ টাকার, রিং শাইনের ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকার, রূপালী ইন্স্যুরেন্সের ১৫ লাখ ২৫ হাজার টাকার, সাইফ পাওয়ারের ৪১ লাখ ৭৬ হাজার টাকার, এসকে ট্রিমসের ৫ লাখ ৩ হাজার টাকার, শাহজিবাজার পাওয়ারের ১ কোটি ১১ লাখ টাকার, স্কয়ার ফার্মার ১ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকার, এসএস স্টিলের ১ কোটি ২১ লাখ ৮৭ হাজার টাকার, স্ট্যান্ডার্ড সিরামিকের ৫ লাখ ১০ হাজার টাকার, সানলাইফ ইন্স্যুরেন্সের ৫ লাখ ৫৯ হাজার টাকার, ইউনাইটেড ফাইন্যান্সের ৫ লাখ ৯২ হাজার টাকার, ইউনাইটেড পাওয়ারের ৫৪ লাখ ৯০ হাজার টাকার, ভিএফএস থ্রেড ডাইংয়ের ৫ লাখ টাকার এবং ওয়ালটনের ১৭ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আওয়ার/২২ ডিসেম্বর, ২০২০/এস