স্পোর্টস ডেস্ক : ইএফএল কাপেও নিজেদের দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বুধবার (২৩ ডিসেম্বর) রাতে কোয়ার্টারে এভারটনকে তাদেরই ঘরের মাঠে ২-০ গোলে হারিয়ে পরের পর্বে জায়গা করে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দলের হয়ে গোল দুটি করেন এডিনসন কাভানি ও অ্যান্থনি মার্শিয়াল।
ম্যাচের প্রথম থেকে আক্রমণাত্মক খেলতে থাকে ম্যানইউ। একের পর এক সুযোগ তৈরি করতে থাকে কাভানি-ফার্নান্দেজরা। ম্যাচের ২৪ মিনিটে গোলের খুব কাছ থেকে হতাশ হন গ্রিনউড। গোলপোস্টে লেগে এ যাত্রায় গোল হজমের হাত থেকে রক্ষা পায় এভারটন। এভাবেই গোলশূন্য শেষ হয় প্রথমার্ধ।
বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ করে যাচ্ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে কিছুতেই এভারটনের রক্ষণভাগ টলাতে পারছিল না তারা। এর মধ্যেই দ্বিতীয়ার্ধে গ্রিনউড আর ভ্যান ডি বিককে তুলে নিয়ে রাশফোর্ড ও মার্শিয়ালকে মাঠে নামান সোলশায়ার। তবে তাতেও কিছুতেই কিছু হচ্ছিল না।
একটা সময় মনে হচ্ছিল ম্যাচ হয়তো গড়াতে পারে টাই ব্রেকারে। ম্যাচের তখন অন্তিম মুহূর্ত চলছিল, ৮৮ মিনিটের সময় অ্যান্থনি মার্শিয়াল দুর্দান্ত এক থ্রু পাস দেন কাভানির উদ্দেশ্যে। ডি বক্সের ভেতর বল পেয়ে ডান দিক থেকে কাট ইন করে দুর্দান্ত শটে গোল করেন কাভানি। আর তাতেই ১-০’তে এগিয়ে ইউনাইটেড।
ম্যাচের শেষ বাঁশি বাজবে এমন সময়। নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটের সময় মার্কাস রাশফোর্ডের অ্যাসিস্ট থেকে ইউনাইটেডের দ্বিতীয় গোলটি করেন মার্শিয়াল। আর তাতেই ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড।
বিজনেস আওয়ার/২৪ ডিসেম্বর, ২০২০/এ