বিজনেস আওয়ার প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (২০-২৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৯৩টি বা ৫২.৫৯ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট্ দর কমেছে। এরমধ্যে সবচেয়ে বেশি শেয়ার দর কমেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ডমিনেজ স্টিলের শেয়ার দর সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরু আগে ছিল ৪২.৬০ টাকা। আর সপ্তাহের শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৩৪.৬০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৮ টাকা বা ১৮.৭৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে ডমিনেজ স্টিল ডিএসইর টপটেন লুজার তালিকায় উঠে এসেছে।
ডিএসইর টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- ইউনিলিভার কনজিউমার কেয়ারের ১৫.৯৪ শতাংশ, জিকিউ বল পেনের ১৩.৪৩ শতাংশ, ইনটেক লিমিটেডের ১০.৭৫ শতাংশ, বাংলাদেশ ল্যাম্পসের ১০.৫০ শতাংশ, সাভার রিফ্রেক্টরিজের ৯.১০ শতাংশ, ইবিএল এনআরবি ফান্ডের ৮.৪৭ শতাংশ, আরামিটের ৭.৮৬ শতাংশ, আইসিবি এএমসিএল তৃতীয় এনআরবি ফান্ডের ৭.৮১ শতাংশ ও সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের ৭.৫২ শতাংশ দর কমেছে।
বিজনেস আওয়ার/২৬ ডিসেম্বর, ২০২০/এস