শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৫৮ কোম্পানির মধ্যে ৩০৫টিই ফ্লোর প্রাইসে (যে দরের নিচে নামবে না) চলে এসেছে। আর ৫৩টি কোম্পানির দর এই প্রাইসের উপরে রয়েছে। তবে ফ্লোর প্রাইস থেকে সেগুলোর উপরে থাকার ব্যবধান খুবই সামান্য। এই পরিস্থিতিতে শেয়ারবাজারে বিনিয়োগ বা চাহিদা বাড়ানোর বিকল্প নেই বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।
ডিএসই অনুয়ায়ি, বর্তমানে ৫৩টি কোম্পানি ফ্লোর প্রাইসের উপরে থাকলেও সেগুলোর মধ্যে বেশ কয়েকটি দূর্বল কোম্পানি রয়েছে। এছাড়া ফ্লোর প্রাইস থেকে বাজার দরের পার্থক্য খুব বেশি না। যাতে কোম্পানিগুলোর দ্রুতই ফ্লোর প্রাইসে নেমে আসার সুযোগ আছে। যা গত সপ্তাহের লেনদেনে নিয়মিত এমনটি দেখা গেছে।
গত ৩ জুন লেনদেন শেষে ৬২টি কোম্পানির দর ফ্লোর প্রাইসের উপরে ছিল। কিন্তু একদিনের ব্যবধানে তা ৪ জুন কমে এসেছে ৫৩টিতে। অর্থাৎ ওইদিন নিট ৯ কোম্পানির দর ফ্লোর প্রাইসে এসে ঠেকেছে।
এই পরিস্থিতি চলতে থাকলে প্রায় সব কোম্পানির দর ফ্লোর প্রাইসে চলে আসবে। তখন শেয়ারবাজারে লেনদেন অনেকটা বন্ধ হওয়ার মতো হয়ে যাবে। এই সমস্যা কাটিয়ে তুলতে বাজারে শেয়ারের চাহিদা বাড়ানো দরকার। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের দেওয়া প্রত্যেকটি ব্যাংকের জন্য ২০০ কোটি টাকাকে বিনিয়োগে আনার ব্যবস্থা করা যেতে পারে।
চলমান পরিস্থিতিতে লেনদেন বা চাহিদা বাড়ানো না গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে ব্রোকারেজ হাউজগুলো। এ প্রতিষ্ঠানগুলো চলে মূলত লেনদেন থেকে কমিশন আয়ের উপরে। এমনিতেই ২ মাসের বেশি শেয়ারবাজার বন্ধ থাকায় কোন আয় ছিল না।
বাজার বিশেষজ্ঞদের মতে, এই মূহুর্তে ফ্লোর প্রাইসের উপরে বিনিয়োগ করার মতো অনেক কোম্পানি রয়েছে। এছাড়া ফ্লোর প্রাইসে অনেক কোম্পানিতে বিনিয়োগ করে লাভবান হওয়ার সুযোগ রয়েছে। এছাড়া ফ্লোর প্রাইস সহসাই উঠানোর সুযোগ না থাকায় বিনিয়োগ কমে আসার সুযোগ নেই। তারপরেও বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে বিক্রয় চাপ বাড়াচ্ছেন।
বিএসইসি চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামের বিভিন্ন সাক্ষাতকারে ফ্লোর প্রাইস সহসাই উঠানোর সম্ভাবনা খুবই ক্ষীণ ফুটে উঠেছে। এছাড়া কমিশনের পক্ষে এই ফ্লোর প্রাইস তুলে দেওয়াটাও সহজ না। কারন সরকার প্রধানের নির্দেশনার আলোকে এই ফ্লোর প্রাইস নির্ধারন করা হয়েছে। যা নিয়ে কমিশনকে লিখিতভাবে নির্দেশনা দেওয়া হয়। আর বর্তমান বিক্রয় চাপের মধ্যে ফ্লোর প্রাইস তুলে দিলে সূচকের পতনের যে সম্ভাবনা রয়েছে, তা সামলানো নতুন কমিশনের জন্য কঠিন হয়ে পড়বে।
শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতিতে কেউ কেউ ফ্লোর প্রাইস তুলে দেওয়ার দাবি তুললেও বিনিয়োগকারীরা তাতে রাজি না। এ নিয়ে ফেসবুকে বিনিয়োগকারীদের গ্রুপগুলোতে ফ্লোর প্রাইস রাখার পক্ষেই তাদের দেখা গেছে। এছাড়া ফেসুবকে দুই-একজন ফ্লোর প্রাইস তুলে দেওয়ার পক্ষে মতামত প্রকাশ করলেই তাদেরকে অন্যসব বিনিয়োগকারীরা দলবদ্ধ হয়ে প্রতিবাদ করছে।
নিম্নে ৬ জুন ফ্লোর প্রাইসের উপরে থাকা কোম্পানিগুলোর শেয়ার ও ইউনিট দরের তথ্য তুলে ধরা হল-
কোম্পানির নাম | ফ্লোর প্রাইস (টাকা) | বাজার দর (টাকা) | ফ্লোর থেকে বেশি (টাকা) |
এসিআই | ১৮০.৯০ | ১৯২ | ১১.১০ |
এসিআই ফরমূলেশনস | ৮৮.৬০ | ১১১.১০ | ২২.৫০ |
একমি ল্যাবরেটরিজ | ৫৭.৮০ | ৫৮ | ০.২০ |
এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড | ৬.৯০ | ৭ | ০.১০ |
এমবি ফার্মা | ৪০৭.৭০ | ৪১১.৭০ | ৪ |
এএমসিএল প্রাণ | ১৭৭.৯০ | ১৭৮.১০ | ০.২০ |
আনলিমা ইয়ার্ন | ২৯.৯০ | ৩০.২০ | ০.৩০ |
আরামিট সিমেন্ট | ১১.৭০ | ১২.১০ | ০.৪০ |
এটলাস বাংলাদেশ | ১০৯.৪০ | ১০৯.৯০ | ০.৫০ |
বেক্সিমকো | ১৩ | ১৩.৩০ | ০.৩০ |
বিজিআইসি | ২২.৫০ | ২৩.৪০ | ০.৯০ |
বাংলাদেশ সাবমেরিন কেবল | ৭৭.৫০ | ৭৮.৪০ | ০.৯০ |
বেক্সিমকো ফার্মা | ৬০.৭০ | ৬১.১০ | ০.৪০ |
বেক্সিমকো সিনথেটিক্স | ৩.২০ | ৪.৯০ | ১.৭০ |
সেন্ট্রাল ফার্মা | ১২ | ১২.১০ | ০.১০ |
ঢাকা ডাইং | ২.৯০ | ৩.২০ | ০.৩০ |
ড্যাফোডিল কম্পিউটার্স | ৫৩.৪০ | ৫৪.৫০ | ১.১০ |
ঢাকা ইন্স্যুরেন্স | ২৪ | ২৪.১০ | ০.১০ |
দেশ গার্মেন্টস | ১০২.৭০ | ১০৭.২০ | ৪.৫০ |
দুলামিয়া কটন | ৪৮.১০ | ৫০.৪০ | ২.৩০ |
ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স | ২০ | ২০.২০ | ০.২০ |
এক্সিম ব্যাংক | ৮.৬০ | ৮.৮০ | ০.২০ |
ফার্স্ট ফাইন্যান্স | ৪.৮০ | ৫.১০ | ০.৩০ |
গ্রামীণফোন | ২৩৮.৮০ | ২৩৯ | ০.২০ |
ইন্দোবাংলা ফার্মা | ১৯.১০ | ২০.৩০ | ১.২০ |
ইসলামি ইন্স্যুরেন্স | ২০.৯০ | ২১ | ০.১০ |
জেএমআই সিরিঞ্জ | ২৮২ | ২৮২.৯০ | ০.৯০ |
জুট স্পিনার্স | ৭৬.৪০ | ৭৭ | ০.৬০ |
কেঅ্যান্ডকিউ | ২০৭.৪০ | ২০৭.৮০ | ০.৪০ |
খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ | ৬.১০ | ৬.২০ | ০.১০ |
লিন্ডে বিডি | ১২১২.১০ | ১২৫৫.৭০ | ৪৩.৬০ |
মেঘনা সিমেন্ট | ৭২.৬০ | ৭৪.৯০ | ২.৩০ |
মেঘনা পেট ই্ডাস্ট্রিজ | ৮.৮০ | ৮.৯০ | ০.১০ |
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক | ২৪.১০ | ২৪.৭০ | ০.৬০ |
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স | ২১৫.৭০ | ২১৬ | ০.৩০ |
এনসিসি ব্যাংক | ১১.৫০ | ১১.৭০ | ০.২০ |
এনসিসি ব্যাংক ফার্স্ট ফান্ড | ৫.৭০ | ৫.৯০ | ০.২০ |
ন্যাশনাল টি | ৪৫১.৫০ | ৪৫৫.৩০ | ৩.৮০ |
প্যারামাউন্ট ইন্স্যুরেন্স | ৩৬.৩০ | ৩৯ | ২.৭০ |
ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট ফান্ড | ৭ | ৭.৯০ | ০.৯০ |
ফনিক্স ইন্স্যুরেন্স | ২১.৪০ | ২১.৫০ | ০.১০ |
ফনিক্স ফাইন্যান্স | ২২.৭০ | ২৫ | ২.৩০ |
পাইওনিয়ার ইন্স্যুরেন্স | ২৯.৪০ | ২৯.৫০ | ০.১০ |
পপুলার লাইফ ইন্স্যুরেন্স | ৭৬.৭০ | ৭৭.৫০ | ০.৮০ |
প্রাইম ইন্স্যুরেন্স | ১৭ | ১৭.১০ | ০.১০ |
রিল্যায়েন্স ইন্স্যুরেন্স | ৩৫.৯০ | ৩৬.৭০ | ০.৮০ |
রেনাটা | ১০২৬.২০ | ১০২৮.৬০ | ২.৪০ |
সাফকো স্পিনিং | ১১.২০ | ১১.৩০ | ০.১০ |
শ্যামপুর সুগার মিলস | ২৩.৮০ | ২৪.২০ | ০.৪০ |
সিলভা ফার্মা | ১৮.৩০ | ১৮.৫০ | ০.২০ |
শাইনপুকুর সিরামিকস | ৮ | ৮.৪০ | ০.৪০ |
শাহজিবাজার পাওয়ার | ৭২ | ৭২.৩০ | ০.৩০ |
সানলাইফ ইন্স্যুরেন্স | ১৬.২০ | ১৭.৫০ | ১.৩০ |
বিজনেস আওয়ার/০৭ জুন, ২০২০/আরএ