ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আমিরের অবসরের সিদ্ধান্তে খেপেছেন ইনজামাম

  • পোস্ট হয়েছে : ০২:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
  • 49

স্পোর্টস ডেস্ক : টিম ম্যানেজম্যান্টের ওপর দায় চাপিয়ে হঠাৎ অবসরের সিদ্ধান্ত নেয়ায় মোহাম্মদ আমিরের ওপর ভীষণ খেপেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ইনজামাম উল হক।

ইনজামামের মতে, মানসিক নির্যাতনের দোহাই দিয়ে এভাবে হঠাৎ কেউ অবসর নিতে পারেন না। বিষয়টি পাকিস্তানের ক্রিকেটের জন্য দৃষ্টিকটু এবং ভবিষ্যতের জন্য অশনিসংকেত।

তিনি বলেন, আমির একজন ভালো খেলোয়াড়, তার অনুপস্থিতি দলকে ভোগাবে। পাকিস্তান ক্রিকেট এমন ঘটনা ঘটা উচিত নয়। পাকিস্তান ক্রিকেটকে সেবা দেয়ার পর একজন ক্রিকেটার এভাবে সরে যেতে পারেন না। এটা ভালো দেখায় না।

ইনজামাম বলেন, টিম ম্যানেজমেন্টের ওপর বিষোদাগার করে এভাবে হুট করে অবসরে যাওয়া যায় না। টিম ম্যানেজমেন্টের যাদের সঙ্গে বিরোধে জড়িয়েছেন আমির, তাদের নিয়ে বৈঠকে বসে বিষয়টির সুরাহা করলেই ভালো হতো।

তিনি বলেন, শুনেছি ওয়াকার ইউনিস ও মিসবাহর সঙ্গে আমিরের সমস্যা। সে আলাপ করতে পারত তাদের সঙ্গে। কাজ না হলে পিসিবির কাছে যাওয়া উচিত ছিল তার। তার পরও যদি সমস্যাটা থেকেই যেত, তখন এমন সিদ্ধান্ত নেয়ার অধিকার ছিল আমিরের।

তিনি আরও বলেন, এটি দুর্ভাগ্যজনক ব্যাপার যে একজন খেলোয়াড় অবসরে চলে গেল, শুধু একজন মানুষের ওপর তার রাগ থেকে। অবসরের সিদ্ধান্ত সঠিক সমাধান নয়। একজন মানুষের ওপর রাগ করে অবসরের সিদ্ধান্ত নেয়া যায় না।

উল্লেখ্য, বর্তমান পাকিস্তান টিম ম্যানেজমেন্টের মানসিক চাপ আর সইতে পারছেন না জানিয়ে গত ১৭ ডিসেম্বর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নেন মোহাম্মদ আমির।

এলপিএল শেষে শ্রীলংকা থেকে দেশে ফিরেই অবসরের ঘোষণা দেবেন বলেও জানান। এরপর দেশে ফিরে এক ইউটিউব লাইভে দলের প্রধান কোচ মিসবাহ ও বোলিং কোচ ওয়াকার ইউনিসকে ধুয়ে দেন আমির।

বিজনেস আওয়ার/২৬ ডিসেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আমিরের অবসরের সিদ্ধান্তে খেপেছেন ইনজামাম

পোস্ট হয়েছে : ০২:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০

স্পোর্টস ডেস্ক : টিম ম্যানেজম্যান্টের ওপর দায় চাপিয়ে হঠাৎ অবসরের সিদ্ধান্ত নেয়ায় মোহাম্মদ আমিরের ওপর ভীষণ খেপেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ইনজামাম উল হক।

ইনজামামের মতে, মানসিক নির্যাতনের দোহাই দিয়ে এভাবে হঠাৎ কেউ অবসর নিতে পারেন না। বিষয়টি পাকিস্তানের ক্রিকেটের জন্য দৃষ্টিকটু এবং ভবিষ্যতের জন্য অশনিসংকেত।

তিনি বলেন, আমির একজন ভালো খেলোয়াড়, তার অনুপস্থিতি দলকে ভোগাবে। পাকিস্তান ক্রিকেট এমন ঘটনা ঘটা উচিত নয়। পাকিস্তান ক্রিকেটকে সেবা দেয়ার পর একজন ক্রিকেটার এভাবে সরে যেতে পারেন না। এটা ভালো দেখায় না।

ইনজামাম বলেন, টিম ম্যানেজমেন্টের ওপর বিষোদাগার করে এভাবে হুট করে অবসরে যাওয়া যায় না। টিম ম্যানেজমেন্টের যাদের সঙ্গে বিরোধে জড়িয়েছেন আমির, তাদের নিয়ে বৈঠকে বসে বিষয়টির সুরাহা করলেই ভালো হতো।

তিনি বলেন, শুনেছি ওয়াকার ইউনিস ও মিসবাহর সঙ্গে আমিরের সমস্যা। সে আলাপ করতে পারত তাদের সঙ্গে। কাজ না হলে পিসিবির কাছে যাওয়া উচিত ছিল তার। তার পরও যদি সমস্যাটা থেকেই যেত, তখন এমন সিদ্ধান্ত নেয়ার অধিকার ছিল আমিরের।

তিনি আরও বলেন, এটি দুর্ভাগ্যজনক ব্যাপার যে একজন খেলোয়াড় অবসরে চলে গেল, শুধু একজন মানুষের ওপর তার রাগ থেকে। অবসরের সিদ্ধান্ত সঠিক সমাধান নয়। একজন মানুষের ওপর রাগ করে অবসরের সিদ্ধান্ত নেয়া যায় না।

উল্লেখ্য, বর্তমান পাকিস্তান টিম ম্যানেজমেন্টের মানসিক চাপ আর সইতে পারছেন না জানিয়ে গত ১৭ ডিসেম্বর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নেন মোহাম্মদ আমির।

এলপিএল শেষে শ্রীলংকা থেকে দেশে ফিরেই অবসরের ঘোষণা দেবেন বলেও জানান। এরপর দেশে ফিরে এক ইউটিউব লাইভে দলের প্রধান কোচ মিসবাহ ও বোলিং কোচ ওয়াকার ইউনিসকে ধুয়ে দেন আমির।

বিজনেস আওয়ার/২৬ ডিসেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: