ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সালমানকে বিয়ে করতে বললেন কারিনা

  • পোস্ট হয়েছে : ০২:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
  • 52

বিনোদন ডেস্ক : বলিউড ভাইজান সালমান খানের ৫৫তম জন্মদিন আজ। ১৯৬৬ সালে ২৭ ডিসেম্বর ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে জন্ম নেন বলিউডের তুমুল জনপ্রিয় এই অভিনেতা। এ সুপারস্টারের জন্মদিন ভারতজুড়ে পালন করছেন তাঁর অনুরাগীরা।

জীবনের ৫৪টি বসন্ত পার করে ফেলেছেন সালমান খান। তবে বলি পাড়ায় বিভিন্ন সময় তার প্রেমের গুঞ্জন শোনা গেলেও এখনো পর্যন্ত জীবন সঙ্গিনী হিসেবে কাওকেই বেছে নেননি তিনি।

তাইতো তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কারিনা কাপুর খান লিখেছেন, শুভ জন্মদিন। আশা করি জলদি বিয়েটা করবে।

এদিকে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় নিয়ে সালমান এর আগে অনুরোধ করেছেন, তাঁর জন্মদিনে যেন বাড়ির সামনে ভিড় না করেন ভক্তরা। এমনকি ভক্তদের সমাগম করে জন্মদিন পালন না করারও আহ্বান জানান।

তবে গতকাল মধ্যরাতে মুম্বাইয়ের প্যানভেল খামারবাড়ির বাইরে পা রাখেন সালমান। সেখানে কেট কাটেন পাপারাজ্জিদের সঙ্গে। এ সময় সালমান খান পরেছিলেন নীল শার্ট ও জিন্স।

এ সময় সালমান খান বলেন, মহামারির কারণে এ বছর জন্মদিন উদযাপনের কোনো পরিকল্পনা নেই। এ বছর কোনো উদযাপন নয়। এটা শুধু আমি এবং আমার পরিবার, আর কেউ নয়।

তিনি আরো বলেন, এ ভয়াবহ বছরে জন্মদিন পালনের কোনো ইচ্ছেই আমার নেই। আশা করি, পরের বছর আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। আশা করি, আপনারা সবাই সুস্থ, সুখী ও নিরাপদ থাকবেন।

বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে জনসাধারণের উদ্দেশে একটি বার্তাও দিয়েছেন সালমান খান। সেখানে ভক্তদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লেখা, কোভিড মহামারি ও সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে বাড়ির সামনে যেন কেউ ভিড় না করেন।
তিনি মাস্ক পরতে ও স্যানিটাইজ করতেও পরামর্শ দেন। তিনি এ-ও জানিয়ে দেন, গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে তিনি নেই।

উল্লেখ্য, ১৯৮৮ সালে রেখা আর ফারুক শেখ অভিনীত ‘বিবি হো তো অ্যায়সি’ সিনেমার মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক হয় সালমান খানের। এ সিনেমায় নিজের দক্ষতা দেখিয়ে ফিল্মফেয়ারে শ্রেষ্ঠ নবাগতর পুরস্কার লাভ করেন তিনি।

তবে নায়ক হিসেবে ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমা নিয়ে হাজির হন তিনি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি সালমান খানকে। তারকাদের ছাড়িয়ে হয়েছেন মহাতারকা।

দীর্ঘ অভিনয় জীবনে তিনি উপহার দিয়েছেন বহু ব্যবসাসফল সিনেমা। এরমধ্যে- ‘সাজান’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘করণ অর্জুন’, ‘বিবি নাম্বার ওয়ান’, ‘হাম দিল দে চুকে সানাম’, ‘তেরে নাম’, ‘পার্টনার’, ‘বডিগার্ড’, ‘দাবাং’, ‘রেডি’, ‘বজরঙ্গি ভাইজান’, ‘সুলতান’, ‘ভারত’ উল্লেখযোগ্য।

বলিউড সুপারস্টার সালমান খানের জন্মদিন নিয়ে ভক্তদের উচ্ছ্বাস থাকেই। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এ বছর নিজের জন্মদিন কোনো আয়োজন থাকছে না বলে আগেই ঘোষণা দিয়েছেন ভাইজান।

বিজনেস আওয়ার/২৭ ডিসেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সালমানকে বিয়ে করতে বললেন কারিনা

পোস্ট হয়েছে : ০২:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০

বিনোদন ডেস্ক : বলিউড ভাইজান সালমান খানের ৫৫তম জন্মদিন আজ। ১৯৬৬ সালে ২৭ ডিসেম্বর ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে জন্ম নেন বলিউডের তুমুল জনপ্রিয় এই অভিনেতা। এ সুপারস্টারের জন্মদিন ভারতজুড়ে পালন করছেন তাঁর অনুরাগীরা।

জীবনের ৫৪টি বসন্ত পার করে ফেলেছেন সালমান খান। তবে বলি পাড়ায় বিভিন্ন সময় তার প্রেমের গুঞ্জন শোনা গেলেও এখনো পর্যন্ত জীবন সঙ্গিনী হিসেবে কাওকেই বেছে নেননি তিনি।

তাইতো তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কারিনা কাপুর খান লিখেছেন, শুভ জন্মদিন। আশা করি জলদি বিয়েটা করবে।

এদিকে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় নিয়ে সালমান এর আগে অনুরোধ করেছেন, তাঁর জন্মদিনে যেন বাড়ির সামনে ভিড় না করেন ভক্তরা। এমনকি ভক্তদের সমাগম করে জন্মদিন পালন না করারও আহ্বান জানান।

তবে গতকাল মধ্যরাতে মুম্বাইয়ের প্যানভেল খামারবাড়ির বাইরে পা রাখেন সালমান। সেখানে কেট কাটেন পাপারাজ্জিদের সঙ্গে। এ সময় সালমান খান পরেছিলেন নীল শার্ট ও জিন্স।

এ সময় সালমান খান বলেন, মহামারির কারণে এ বছর জন্মদিন উদযাপনের কোনো পরিকল্পনা নেই। এ বছর কোনো উদযাপন নয়। এটা শুধু আমি এবং আমার পরিবার, আর কেউ নয়।

তিনি আরো বলেন, এ ভয়াবহ বছরে জন্মদিন পালনের কোনো ইচ্ছেই আমার নেই। আশা করি, পরের বছর আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। আশা করি, আপনারা সবাই সুস্থ, সুখী ও নিরাপদ থাকবেন।

বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে জনসাধারণের উদ্দেশে একটি বার্তাও দিয়েছেন সালমান খান। সেখানে ভক্তদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লেখা, কোভিড মহামারি ও সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে বাড়ির সামনে যেন কেউ ভিড় না করেন।
তিনি মাস্ক পরতে ও স্যানিটাইজ করতেও পরামর্শ দেন। তিনি এ-ও জানিয়ে দেন, গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে তিনি নেই।

উল্লেখ্য, ১৯৮৮ সালে রেখা আর ফারুক শেখ অভিনীত ‘বিবি হো তো অ্যায়সি’ সিনেমার মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক হয় সালমান খানের। এ সিনেমায় নিজের দক্ষতা দেখিয়ে ফিল্মফেয়ারে শ্রেষ্ঠ নবাগতর পুরস্কার লাভ করেন তিনি।

তবে নায়ক হিসেবে ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমা নিয়ে হাজির হন তিনি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি সালমান খানকে। তারকাদের ছাড়িয়ে হয়েছেন মহাতারকা।

দীর্ঘ অভিনয় জীবনে তিনি উপহার দিয়েছেন বহু ব্যবসাসফল সিনেমা। এরমধ্যে- ‘সাজান’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘করণ অর্জুন’, ‘বিবি নাম্বার ওয়ান’, ‘হাম দিল দে চুকে সানাম’, ‘তেরে নাম’, ‘পার্টনার’, ‘বডিগার্ড’, ‘দাবাং’, ‘রেডি’, ‘বজরঙ্গি ভাইজান’, ‘সুলতান’, ‘ভারত’ উল্লেখযোগ্য।

বলিউড সুপারস্টার সালমান খানের জন্মদিন নিয়ে ভক্তদের উচ্ছ্বাস থাকেই। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এ বছর নিজের জন্মদিন কোনো আয়োজন থাকছে না বলে আগেই ঘোষণা দিয়েছেন ভাইজান।

বিজনেস আওয়ার/২৭ ডিসেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: