ঢাকা , শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আইসিসির দশক সেরা ওয়ানডে একাদশে সাকিব

  • পোস্ট হয়েছে : ০৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
  • 27

স্পোর্টস ডেস্ক : গত ১০ বছরে ওয়ানডে ক্রিকেটের মাঠ মাতিয়েছেন এমন সব ক্রিকেটারকে নিয়ে একটি সেরা একাদশ গঠন করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল- আইসিসি। সেই দশকসেরা একাদশে তথা বিরল ১১ জন ক্রিকেটারের তালিকায় ঠাঁই করে নিয়েছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

বিশ্ব ক্রিকেটের রথি-মহারথিদের ভিড়ে বাংলাদেশের কেউ থাকবেন- এটা এখন আর বিস্ময়কর নয়। অন্তত গত এক দশকে সাকিব-তামিমরা সেটা একাধিক বার প্রমাণ করে দিয়েছেন। এবার সেই স্বীকৃতি মিললো আইসিসির পক্ষ থেকেও। সাকিব আল হাসানকে সেরা একাদশে জায়গা দিয়ে।

আইসিসির ওয়ানডে দলে সবচেয়ে বেশি ক্রিকেটার আছে ভারতের। ভারতীয় দল থেকে আছেন রোহিত শর্মা, বিরাট কোহলি আর দলটির অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটসম্যান মাহেন্দ্র সিং ধোনি। এরপর দুইজন করে এই দলে আছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও মিচেল স্টার্ক। দক্ষিণ আফ্রিকা দল থেকে আছেন এবিডিই ভিলিয়ার্স এবং ইমরান তাহির।

এই দলে বাংলাদেশ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং শ্রীলংকা দল থেকে আছেন একজন করে ক্রিকেটার। বাংলাদেশ থেকে অনুমেয়ভাবেই আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ইংলিশ দল থেকে আছেন বেন স্টোকস, নিউজিল্যান্ড থেকে আছেন ট্রেন্ট বোল্ট আর শ্রীলংকা থেকে আছনে পেসার লাসিথ মালিঙ্গা।

দশক সেরা একাদশ: রোহিত শর্মা (ভারত), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত), এবি ডিই ভিলিয়ার্স (দ.আফ্রিকা), সাকিব আল হাসান (বাংলাদেশ), মহেন্দ্র সিং ধোনি (ভারত, উইকেটরক্ষক এবং অধিনায়ক), বেন স্টোকস (ইংল্যান্ড), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), ইমরান তাহির (দ.আফ্রিকা) এবং লাসিথ মালিঙ্গা (শ্রীলংকা)।

বিজনেস আওয়ার/২৭ ডিসেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আইসিসির দশক সেরা ওয়ানডে একাদশে সাকিব

পোস্ট হয়েছে : ০৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০

স্পোর্টস ডেস্ক : গত ১০ বছরে ওয়ানডে ক্রিকেটের মাঠ মাতিয়েছেন এমন সব ক্রিকেটারকে নিয়ে একটি সেরা একাদশ গঠন করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল- আইসিসি। সেই দশকসেরা একাদশে তথা বিরল ১১ জন ক্রিকেটারের তালিকায় ঠাঁই করে নিয়েছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

বিশ্ব ক্রিকেটের রথি-মহারথিদের ভিড়ে বাংলাদেশের কেউ থাকবেন- এটা এখন আর বিস্ময়কর নয়। অন্তত গত এক দশকে সাকিব-তামিমরা সেটা একাধিক বার প্রমাণ করে দিয়েছেন। এবার সেই স্বীকৃতি মিললো আইসিসির পক্ষ থেকেও। সাকিব আল হাসানকে সেরা একাদশে জায়গা দিয়ে।

আইসিসির ওয়ানডে দলে সবচেয়ে বেশি ক্রিকেটার আছে ভারতের। ভারতীয় দল থেকে আছেন রোহিত শর্মা, বিরাট কোহলি আর দলটির অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটসম্যান মাহেন্দ্র সিং ধোনি। এরপর দুইজন করে এই দলে আছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও মিচেল স্টার্ক। দক্ষিণ আফ্রিকা দল থেকে আছেন এবিডিই ভিলিয়ার্স এবং ইমরান তাহির।

এই দলে বাংলাদেশ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং শ্রীলংকা দল থেকে আছেন একজন করে ক্রিকেটার। বাংলাদেশ থেকে অনুমেয়ভাবেই আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ইংলিশ দল থেকে আছেন বেন স্টোকস, নিউজিল্যান্ড থেকে আছেন ট্রেন্ট বোল্ট আর শ্রীলংকা থেকে আছনে পেসার লাসিথ মালিঙ্গা।

দশক সেরা একাদশ: রোহিত শর্মা (ভারত), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত), এবি ডিই ভিলিয়ার্স (দ.আফ্রিকা), সাকিব আল হাসান (বাংলাদেশ), মহেন্দ্র সিং ধোনি (ভারত, উইকেটরক্ষক এবং অধিনায়ক), বেন স্টোকস (ইংল্যান্ড), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), ইমরান তাহির (দ.আফ্রিকা) এবং লাসিথ মালিঙ্গা (শ্রীলংকা)।

বিজনেস আওয়ার/২৭ ডিসেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: