বিজনেস আওয়ার প্রতিবেদক: দেশে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে বছরের শেষ দিনে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (০১ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৭ জন সহ দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে সাত হাজার ৫৭৬ জনের।
এসময়ে দেশে নতুন করে আরো ৯৯০ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। এ নিয়ে ভাইরাসটিতে দেশে মোট সনাক্ত রোগী দাঁড়িয়েছে ৫ লাখ ১৪ হাজার ৫৫০ জন।
করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে থেকে শেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ১৯৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে ভারাইসটি থেকে সুস্থ হয়েছেন ৪ লাখ ৫৮ হাজার ৬৫৬ জন।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।
বিজনেস আওয়ার/০১ জানুয়ারিম ২০২১/কমা