স্পোর্টস ডেস্ক : জয় দিয়ে নতুন বছর শুরু করল ম্যানচেস্টার ইউনাইটেড। শুক্রবার রাতে ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে পাওয়া এই জয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা লিভারপুলকেও ধরে ফেলল ওলে গানার সুলশারের শিষ্যরা।
ঘরের মাঠে শুরু থেকেই অ্যাস্টন ভিলাকে চাপে রেখেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু গোলের দেখা পাচ্ছিল না। প্রথমার্ধের শেষদিকে সেই আক্ষেপ ঘুচান মার্শিয়াল। প্রথমার্ধে কিছুটা অগোছালো ম্যানইউ বিরতির ঠিক আগে হেড থেকে করা অ্যান্থনি মার্শালের গোলে এগিয়ে যাওয়ার স্বস্তি পেয়েছিল।
কিন্তু বিরতির পর সেই গোল শোধ করে দেন সফরকারী দলের বেরট্রান্ড ত্রোরে। এরপর ৬১তম মিনিটে পল পগবাকে নিজেদের বক্সে ফেলে দেন অ্যাস্টন ভিলার ডগলাস লুইস। আর তা থেকে গোল করে ম্যানইউকে সর্বশেষ ১০ ম্যাচে অষ্টম জয়ের স্বাদ এনে দেন ফার্নান্দেস।
এই নিয়ে ১৬ ম্যাচে লিভারপুলের সমান (৩৩) পয়েন্ট হয়ে গেল ম্যানইউর। যদিও গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষেই আছে অলরেডসরা। তবে অবাক করা ব্যাপার হলো এখন পর্যন্ত জয়ের ক্ষেত্রে সবার চেয়ে এগিয়ে আছে ম্যানইউ। তাদের জয় যেখানে ১০টি, লিভারপুলের সেখানে ৯টি।
বিজনেস আওয়ার/০২ জানুয়ারি, ২০২১/এ