বিজনেস আওয়ার প্রতিবেদক : একদিনের ব্যবধানে ফের বয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়েছে। শনিবার (০২ জানুয়ারি) রাজধানীর তালতলা, কাজীপাড়া ও শেওড়াপাড়া বাজারঘুরে ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে এ তথ্য।
এসব বাজার ঘুরে দেখা গেছে একদিনের ব্যবধানে বয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়ে ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। শুক্রবার (১ জানুয়ারি) এসব বাজারে বয়লার মুরগি বিক্রি হয়েছে কেজিপ্রতি ১৩০ টাকা দরে। পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজারেও বয়লার মুরগির দাম বেড়েছে দাবি বিক্রেতাদের।
এ ব্যাপারে শেওড়াপাড়া বাজারে মুরগি বিক্রেতা সোহেল বলেন, গতকালকের চেয়ে বয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়েছে।পাইকারি বাজারে দাম বাড়ায় আমরাও দাম বাড়িয়ে বিক্রি করছি। দাম কমে গেলে আমরাও দাম কমিয়ে দেবো।
তবে ক্রেতারা বলছেন, কারণ ছাড়াই নানা অজুহাতে বিক্রেতারা পণ্যে দাম বাড়িয়ে দেয়। খুচরা বাজারে নিয়ন্ত্রণ না থাকায় এমনটি হচ্ছে বলে মনে করেন তারা।
এ ব্যাপার তালতলা বাজারে মো. ইসমাইল হোসেন নামে একজন ক্রেতা বলেন, গতকালও মুরগি কিনেছি ১৩০ টাকা দরে আজ ১৪০ টাকায় কিনলাম। বিক্রেতারা নানা অজুহাতে দাম বাড়াচ্ছে। খুচরা বাজারে সরকারের মনিটরিং জরুরি। তা না হলে দাম বাড়তেই থাকবে।
বিজনেস আওয়ার/০২ জানুয়ারি, ২০২১/এ