বিজনেস আওয়ার ডেস্ক : আপনার চুলের নিয়মিত যত্নে ব্যবহার করতে পারেন ঘরে তৈরি হেয়ার স্প্রে। এগুলো শুধু আপনার চুলের উজ্জ্বলতাই বাড়াবে না, চুলকে করবে শক্তিশালী ও ঝলমলে।
চলুন পাঠক ঝলমলে চুলের জন্য ঘরে তৈরি হেয়ার স্প্রে সম্পর্কে জেনে নেয়া যাক:
অ্যালোভেরা
এটি চুল ঝলমলে করার পাশাপাশি দূর করবে আপনার মাথার খুশকি। ১ কাপ কুসুম গরম পানির সঙ্গে ১ টেবিল চামচ অ্যালোভেরার জেল ও ৫ ফোঁটা ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে ঝাঁকিয়ে নিন। হালকা ভেজা চুলে স্প্রে করুন এটি।
মেথি
মেথিতে রয়েছে ভিটামিন সি, কে এবং এ। এসব ভিটামিন চুলের দ্রুত বৃদ্ধিতে সহায়ক। মেথি সারারাত ভিজিরে রাখুন। পরদিন ছেঁকে পানি একটি স্প্রে বোতলে নিয়ে নিন। চুলের গোড়ায় স্প্রে করুন এটি। ২০ মিনিট অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
আদা
চুল পড়ে যাওয়া বা ভেঙে যাওয়া রোধ করতে দারুন কার্যকর এই স্প্রে। এক কাপ পানিতে দুই টেবিল চামচ আদার রস মিশিয়ে ঝাঁকিয়ে নিন। চুলের গোড়ায় স্প্রে করুন এটি। ২ ঘণ্টা পর ধুয়ে ফেলুন ভালো করে।
গোলাপজল
চুলের তেলতেলে ভাব দূর করতে সক্ষম গোলাপজল। গরম পানিতে গোলাপের পাপড়ি দিয়ে মৃদু আঁচে রেখে দিন ২০ মিনিট। এরপর ছেঁকে ঠাণ্ডা করুন পানি। বোতলে নিয়ে চুলে স্প্রে করুন। দেখবেন আপনার চুল ঝলমলে হয়েগেছে।
তথ্য: টাইমস অব ইন্ডিয়া
বিজনেস আওয়ার/০৮ জুন, ২০২০/এ