বিনোদন ডেস্ক : কলকাতার জনপ্রিয় অভিনেতা দেবের সঙ্গে ‘কমান্ডো’ ছবিতে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন বাংলাদেশের অভিনেত্রী জাহারা মিতু। সিদ্ধান্ত অনুযায়ী গত ১৮ ডিসেম্বর থেকে কলকাতায় শুটিংয়ে অংশ নেবেন তিনি। কিন্তু পরিচালক শামীম আহমেদ রনি মিতুকে ছাড়াই শুটিং করেন সেখানে।
এ নিয়ে ঢাকার মিডিয়া পাড়ায় নানা জল্পনা ছিল। এত দিনে জানা গেল আসল খবর। তথ্য গোপন করার কারণে মিতুকে তিন বছরের জন্য ভারতীয় হাইকমিশন ভিসা স্থগিত করেছে। শারীরিক অসুস্থতার কারণ জানিয়ে চিকিৎসা নিতে যাবেন বলে ভিসা আবেদনে উল্লেখ করেছিলেন তিনি।
কিন্তু হাইকমিশন তদন্ত করে জানতে পারে, মিতু আসলে অসুস্থ নন। যাবেন ছবির শুটিং করতে। বিষয়টি ভালোভাবে নেয়নি ভারতীয় কমিশন। শাস্তিস্বরূপ তিন বছরের জন্য ভারত প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এই বিষয়ে মিতু কিছু না বললেও মুখ খুলেছেন ছবিটির ব্যবস্থাপক শরীফ উদ্দিন।
তিনি সাংবাদিকদের বলেন, আমরা চেয়েছিলাম মিতুর পুরো অংশটুকু কলকাতায় শুটিং করতে। কিন্তু ভিসা জটিলতার কারণে এখন বাংলাদেশে শুটিং করতে হবে। সব ঠিক থাকলে ১৬ ডিসেম্বর থেকে চাঁদপুরে মিতুকে নিয়েই শুটিং শুরু করব।
বিজনেস আওয়ার/০৪ জানুয়ারি, ২০২০/এ