বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের শেয়ারের দর পতনের কারন অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। যা শেয়ারবাজারের ইতিহাসে বিরল ঘটনা। এর আগে দর বৃদ্ধির কারন অনুসন্ধানে তদন্ত কমিটি করতে দেখা গেলেও এবার ব্যতিক্রম ঘটল।
গত ২ ডিসেম্বর লেনদেন শুরু হওয়া ১০ টাকা ইস্যু মূল্যের ডমিনেজ স্টিলের শেয়ারটি টানা বাড়তে বাড়তে ১৪ ডিসেম্বর ৪৩.৩০ টাকায় উঠে যায়। এরপরে কোম্পানিটির দর কমতে কমতে আজ (০৬ ডিসেম্বর) লেনদেন শেষে ৩১.১০ টাকায় নেমে এসেছে। অর্থাৎ সর্বোচ্চ উত্থানের থেকে ১২.২০ টাকা বা ২৮ শতাংশ দর পতন হয়েছে। যা গত ৬ মাসে তালিকাভুক্ত হওয়া কোম্পানিগুলোর ক্ষেত্রে সর্বোচ্চ উত্থানের থেকে সবচেয়ে বড় পতন। অথচ গত কয়েকদিন ধরে শেয়ারবাজার রয়েছে বড় উর্ধ্বমূখী ধারায়।
দেখা গেছে, ১৪ ডিসেম্বরের পরে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উত্থান হয়েছে ১০ শতাংশ। গত ১৪ ডিসেম্বরের ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ছিল ৫১৪৭ পয়েন্টে। যা বেড়ে আজ দাড়িঁয়েছে ৫৬৪০ পয়েন্টে। অর্থাৎ সূচকটি বেড়েছে ৪৯৩ পয়েন্ট বা ১০ শতাংশ। আর ৯৭৯ কোটি টাকার লেনদেন বেড়ে হয়েছে ১ হাজার ৫৭৭ কোটি টাকা।
শেয়ারবাজারের চলমান ইতিবাচক ধারায় ডমিনেজ স্টিলের এই নেতিবাচক প্রবণতা সন্দেহ তৈরী করেছে নিয়ন্ত্রক সংস্থার কাছে। তাই লেনদেন শুরুর পরবর্তীতে কেনো টানা উত্থান এবং এরপরে কেনো ধারাবাহিক পতন, তা খতিয়ে দেখতে ২ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি।
বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বিজনেস আওয়ারকে বলেন, ডমিনেজ স্টিলের দর পতনের কারন খতিয়ে দেখতে ২ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে রয়েছেন- উপ-পরিচালক সাইফুল ইসলাম ও সহকারী পরিচালক বনি ইয়ামিন খান। যারা আগামি ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেবে।
উল্লেখ্য, ডমিনেজ স্টিলের ব্যবসা সম্প্রসারনের জন্য শেয়ারবাজার থেকে ৩০ কোটি টাকা সংগ্রহ করা হয়েছে। যে কোম্পানিটির পর্ষদ শেয়ারবাজারে লেনদেন শুরু করার আগেই ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল।
আরও পড়ুন…..
ডেল্টা স্পিনার্সের পর্ষদ পূণ:গঠন করতে বিএসইসির চিঠি
শেয়ারহোল্ডারদের ঠকাতে আলহাজ্ব টেক্সটাইলে কৃত্রিম লোকসানের শঙ্কা
বিজনেস আওয়ার/০৬ জানুয়ারি, ২০২১/আরএ