স্পোর্টস ডেস্ক : ইতালিয়ান সিরি ‘আ’র চলতি মৌসুমের শুরু থেকে রীতিমতো উড়ছিল এসি মিলান। প্রতিপক্ষ যেই হোক মাথা নত করছিল না তারা। অবশেষে চ্যাম্পিয়নদের মুখোমুখি হয়ে থামতে হলো তাদের।
বুধবার রাতে অজেয় এসি মিলানের জয়রথ থামিয়েছে সিরি ‘আ’র টানা নয়বারের চ্যাম্পিয়ন দল জুভেন্টাস। ক্রিশ্চিয়ানো রোনালদোরা ম্যাচটি জিতেছেন ৩-১ গোলে। তবে গোলের দেখা পাননি পর্তুগিজ সুপারস্টার।
ম্যাচের ১৮ মিনিটের সময় পাওলো দিবালার সঙ্গে দারুণ বোঝাপড়ায় প্রথম গোলটি করেন ফেডরিখ চিয়েসা। আর্জেন্টাইন ফরোয়ার্ডের ব্যাক-হিলে বল পেয়ে আড়াআড়ি শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন তিনি।
প্রথমার্ধের প্রায় শেষভাগে এসে গোলটি শোধ করে মিলান। ৪১ মিনিটে মিলানের হয়ে গোলটি করেন ডেভিড কালাব্রিয়া। ডি-বক্সের মাথা থেকে নেয়া বুলেট গতির শটে কিছুই করার ছিল না জুভেন্টাস গোলরক্ষকের। ফলে ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে ফিরে ম্যাচটি পুরোপুরি নিজেদের করে নেয় জুভেন্টাস। ৬২ মিনিটের সময় দলকে দ্বিতীয়বারের মতো লিড এনে দেন চিয়েসাই। এবারও দারুণ ক্রসে বলটি বানিয়ে দেন দিবালা। পরে জোরালো শটে মিলানের জাল কাঁপান চিয়েসা।
এই গোলের পরপরই চিয়েসা ও দিবালাকে তুলে নেন জুভেন্টাস কোচ আন্দ্রে পিরলো। বদলি নেমে কোচের আস্থার প্রতিদান দিতে ভুল করেননি ওয়েস্টন ম্যাককেনি। ম্যাচের ৭৬ মিনিটের সময় শেষ গোলটি করেন তিনি।
এ পরাজয়ের পরও শীর্ষস্থান ধরে রেখেছে এসি মিলান। ১৬ ম্যাচে তাদের সংগ্রহ ৩৭ পয়েন্ট। অন্যদিকে টেবিল টপারদের হারিয়ে চারে উঠেছে ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট পাওয়া জুভেন্টাস। টেবিলের দুইয়ে রয়েছে ইন্টার মিলান (৩৬)।
বিজনেস আওয়ার/০৭ জানুয়ারি, ২০২০/এ