স্পোর্টস ডেস্ক : শেষ পাঁচ ম্যাচে একটিতেও হারেনি জার্মান বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। তবে দলটিকে এবার হারের স্বাদ দিলো বরুশিয়া মিউচেনগ্লাবাচ।
শুক্রবার রাতে বরুশিয়া মিউচেনগ্লাবাচের বিপক্ষে ৩-২ গোলের ব্যবধানে পরাজত হয় হ্যানস ডিয়েটার ফ্লিকের শিষ্যরা। হারলেও ম্যাচের শুরুতে বল দখলের দিক থেকে এগিয়ে ছিল বায়ার্ন। শুধু তাই নয়, পরপর দুটি গোলে ব্যবধানও ছিল ২-০।
প্রথমার্ধের ২০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দেন লেয়ানদোভস্কি। ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুন করেন লিওন গোরেটকা। এরপর কপাল পুড়ে বায়ার্নের।
প্রথমোর্ধের ৩৫ মিনিটে একটি গোল পরিশোধ করেন জোনাস হোফম্যান। বিরতিতে যাওয়া ঠিক আগ মুহূর্তে নিজের দ্বিতীয় গোলটি করে নিজ ক্লাবকে সমতায় ফেরান তিনি।
দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে ফ্লোরিয়ান নিউহাসের করা গোলে এবার লিড নেয় পয়েন্ট টেবিলের সাত নম্বরে থাকা দলটি। এরপর পুরো সময়ে আর কোনো গোল হয়নি। ফলে ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বরুশিয়া মিউচেনগ্লাবাচ।
বিজনেস আওয়ার/০৯ জানুয়ারি, ২০২০/এ