বিজনেস আওয়ার প্রতিবেদক : বুধবার (১৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন অংশ নেয়া প্রতিষ্ঠানগুলো মধ্যে ২৪৮টির বা ৬৯.০৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে মেঘনা কনডেন্স মিল্কের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার মেঘনা কনডেন্স মিল্কের শেয়ারের ক্লোজিং দর ছিল ১২.৫০ টাকায়। আজ লেনদেন শেষে এর দর দাঁড়ায় ১১.৩০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.২০ টাকা বা ৯.৬০ শতাংশ কমেছে। এর মাধ্যমে মেঘনা কনডেন্স মিল্ক ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিআইএফসির ৯.৪৩ শতাংশ, এমারেল্ড অয়েলের ৯.০৯ শতাংশ, তাল্লু স্পিনিংয়ের ৮.৯২ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৮.৮৬ শতাংশ, ফ্যামিলিটেক্সের ৮.৫৭ শতাংশ, আইসিবি ইসলামিক ব্যাংকের ৮.৫১ শতাংশ, বে লিজিংয়ের ৮.১৫ শতাংশ, গোল্ডেন সনের ৭.৮১ শতাংশ এবং এসএস স্টিলের শেয়ার দর ৭.৭৫ শতাংশ কমেছে।
বিজনেস আওয়ার/১৩ জানুয়ারি, ২০২১/এস