ঢাকা , শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

জেনোয়ার বিপক্ষে জিতে শেষ আটে জুভেন্টাস

  • পোস্ট হয়েছে : ১২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১
  • 74

স্পোর্টস ডেস্ক : জেনোয়াকে ৩-২ গোলে হারিয়ে কোপা ইতালিয়ায় শেষ আট নিশ্চিত করেছেন জুভেন্টাস। ২-২ গোলে সমতা থাকার পর ম্যাচের অতিরিক্ত সময়ে রাফিয়ার গোলে হার মানে প্রতিপক্ষ।

বুধবার রাতে জেনোয়াকে ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে আতিথ্য দেয় জুভেন্টাস। ঘরের মাঠে খেলা শুরুর মাত্র দুই মিনিটের মধ্যেই জুভেন্টসকে লিড এনে দেন ডেহান ক্লুসেভস্কি। তাঁর গোলের যোগানদাতা ছিলেন জর্জিও কিয়েলিনি। সে সময় মনেই হচ্ছিল জেনোয়াকে বেশ সহজেই হারাবে জুভেরা।

কিন্তু ম্যাচ যত গড়িয়েছে ততই কঠিন থেকে কঠিনতর হয়েছে। যদিও খেলার সময় আধা ঘণ্টা স্পর্শ করার আগেই ক্লুসেভস্কির অ্যাসিস্ট থেকে গোল করে ব্যবধান ২-০ করেন আলভারো মোরাতা।

তবে খুব বেশি সময় ব্যবধান দুই গোলের লিড ধরে রাখতে পারেনি জুভে। ২৮ মিনিটের মাথায় লেন্নার্ট গোল করে জেনোয়াকে ম্যাচে ফেরানোর ইঙ্গিত দেন। প্রথমার্ধ শেষ হয় দুই পক্ষের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়েই।

বিরতি থেকে ফিরে দুই দলই দুর্দান্ত আক্রমণ করতে থাকে কিন্তু কোনো কিছুতেই রক্ষণ ভাঙছিল না কারোই। অবশেষে ম্যাচের ৭৪ মিনিটে ফিলিপো মেলেগোনির গোলে ২-২’এ সমতায় ফেরে জেনোয়ার।

ম্যাচের অন্তিম মুহূর্তে ক্রিস্টিয়ানো রোনালদোকে মাঠে নামান পিরলো। তবে দুই মিনিটে রোনালদো তেমন কোনো অবদানই রাখতে পারেননি। এর ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের ১০৪ মিনিটের মাথায় মোরাতার অ্যাসিস্ট থেকে হামজা রাফিয়া গোল করে জুভেকে আবারও লিড এনে দেন। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।

বিজনেস আওয়ার/১৪ জানুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে আগুন

জেনোয়ার বিপক্ষে জিতে শেষ আটে জুভেন্টাস

পোস্ট হয়েছে : ১২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১

স্পোর্টস ডেস্ক : জেনোয়াকে ৩-২ গোলে হারিয়ে কোপা ইতালিয়ায় শেষ আট নিশ্চিত করেছেন জুভেন্টাস। ২-২ গোলে সমতা থাকার পর ম্যাচের অতিরিক্ত সময়ে রাফিয়ার গোলে হার মানে প্রতিপক্ষ।

বুধবার রাতে জেনোয়াকে ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে আতিথ্য দেয় জুভেন্টাস। ঘরের মাঠে খেলা শুরুর মাত্র দুই মিনিটের মধ্যেই জুভেন্টসকে লিড এনে দেন ডেহান ক্লুসেভস্কি। তাঁর গোলের যোগানদাতা ছিলেন জর্জিও কিয়েলিনি। সে সময় মনেই হচ্ছিল জেনোয়াকে বেশ সহজেই হারাবে জুভেরা।

কিন্তু ম্যাচ যত গড়িয়েছে ততই কঠিন থেকে কঠিনতর হয়েছে। যদিও খেলার সময় আধা ঘণ্টা স্পর্শ করার আগেই ক্লুসেভস্কির অ্যাসিস্ট থেকে গোল করে ব্যবধান ২-০ করেন আলভারো মোরাতা।

তবে খুব বেশি সময় ব্যবধান দুই গোলের লিড ধরে রাখতে পারেনি জুভে। ২৮ মিনিটের মাথায় লেন্নার্ট গোল করে জেনোয়াকে ম্যাচে ফেরানোর ইঙ্গিত দেন। প্রথমার্ধ শেষ হয় দুই পক্ষের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়েই।

বিরতি থেকে ফিরে দুই দলই দুর্দান্ত আক্রমণ করতে থাকে কিন্তু কোনো কিছুতেই রক্ষণ ভাঙছিল না কারোই। অবশেষে ম্যাচের ৭৪ মিনিটে ফিলিপো মেলেগোনির গোলে ২-২’এ সমতায় ফেরে জেনোয়ার।

ম্যাচের অন্তিম মুহূর্তে ক্রিস্টিয়ানো রোনালদোকে মাঠে নামান পিরলো। তবে দুই মিনিটে রোনালদো তেমন কোনো অবদানই রাখতে পারেননি। এর ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের ১০৪ মিনিটের মাথায় মোরাতার অ্যাসিস্ট থেকে হামজা রাফিয়া গোল করে জুভেকে আবারও লিড এনে দেন। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।

বিজনেস আওয়ার/১৪ জানুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: