বিজনেস আওয়ার প্রতিবেদক : মঙ্গলবার (১৯ জানুয়ারি) লেনদেন শুরু হতে যাওয়া এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০) শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৪৪ পয়সা। যার পরিমাণ আগের বছরের একইসময়ে হয়েছিল ৮৮ পয়সা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সাবসিডিয়ারি কোম্পানিসহ এনার্জিপ্যাকের প্রথম প্রান্তিকে মুনাফা হয়েছে ৬ কোটি ৬৫ লাখ টাকা বা শেয়ারপ্রতি ৪৪ পয়সা। যার পরিমাণ আগের বছরের একইসময়ে হয়েছিল ১৩ কোটি ১৬ লাখ টাকা বা শেয়ারপ্রতি ৮৮ পয়সা।
তবে আইপিও শেয়ার বিবেচনায় চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের ইপিএস ৪৪ পয়সা থেকে কমে ৩৫ পয়সায় নেমে আসবে।
কোম্পানিটির গত বছরের ৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি সম্পদ দাড়িঁয়েছে ৫০.৪৩ টাকায়। যা আইপিও শেয়ার বিবেচনায় হয় ৪৭.৬৪ টাকা।
বিজনেস আওয়ার/১৮ জানুয়ারি, ২০২১/আরএ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: