বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ড্রাগণ সোয়েটারের রাইট শেয়ার বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন….
আইপিও ফান্ড কেলেঙ্কারীর পরে রাইট ইস্যুর পাঁয়তারা
ডিএসইর তথ্য অনুযায়ি, ড্রাগণ সোয়েটারের ইস্যু ম্যানেজার ২০১৮ সালের ৩১ মার্চের আর্থিক হিসাবের উপর রাইট শেয়ার ইস্যুর অনুমোদনের জন্য কমিশনে আবেদন করে। কিন্তু এরপরে জুন ক্লোজিং কোম্পানিটি ২০১৭-১৮ অর্থবছরের জন্য ২০ শতাংশ ও ২০১৮-১৯ অর্থবছরের জন্য ১০ শতাংশ বোনাস শেয়ার দিয়ে পরিশোধিত মূলধন বাড়িয়েছে। এই মূলধন বাড়ানো সত্ত্বেও রাইট ইস্যুর বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়নি। এছাড়া কমিশনেও এ বিষয়ে কিছু দাখিল করেনি। আর সংশোধিত কোন ডকুমেন্টসও কমিশনে দাখিল করেনি। যাতে কোম্পানিটির রাইট দেওয়া সম্ভব না বলে সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।
বিজনেস আওয়ার/০৯ জুন, ২০২০/আরএ